অদ্য ২১ জুলাই ২০২৫ খ্রি. সোমবার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম, রাজশাহীতে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা, রাজশাহী কর্তৃক আয়োজিত “জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান” এর বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি মহোদয়। অনুষ্ঠানে ডিআইজি মহোদয় বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খোন্দকার আজিম আহমেদ, এনডিসি, বিভাগীয় কমিশনার, রাজশাহী মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।