ঝিনাইদহে কৃষকলীগ নেতাকে মারধরের অভিযোগ – magurarkotha.com
সম্পাদক:আশিষ কুমার সাহা,বার্তা সম্পাদক:জাহিদুল ইসলাম।

ঝিনাইদহে কৃষকলীগ নেতাকে মারধরের অভিযোগ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ২৬, ২০১৯

এম.এ জলিল, স্টাফ রিপোর্টার ,

ঝিনাইদহ সদর উপজেলার কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তাছিরুল ইসলামকে মারপিট করে হত্যার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। এ ব্যাপারে তিনি সদর থানায় সন্ত্রাসীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, সদর উপজেলার হুদাপুটিয়া গ্রামের তাছিরুল ইসলাম গত ২০ সেপ্টেম্বর রাতে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে গ্রামের মধ্যে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে ওই গ্রামের বিশারত জোয়ারদার, পিকুল জোয়ারদার, মফিজ জোয়ারদার, জিয়া, রিন্টু, টিক্কাসহ বেশ কয়েকজন তার মোটরসাইকেল গতিরোধ করে তাকে মারপিট করে এবং হত্যার হুমকি দেয়। পরে তার চিৎকারে আশে পাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।
ঝিনাইদহের হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই জাহিদুল ইসলাম বলেন, আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

error: Content is protected !!