প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ৪:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২২, ৭:৫২ অপরাহ্ণ
ডুমুরিয়ায় অভাবের তাড়নায় কুয়েট শিক্ষার্থীর আত্মহত্যা
অভাবের তাড়নায় দীনমজুর সুব্রত রায়ের ছেলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইন্জিনিয়ারিং বিভাগের তৃতীয় সেমিষ্টারের শিক্ষাথী অন্তু রায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামের বাসিন্দা।গতকাল রবিবার টাকার জন্য তিনি খুলনা থেকে বাড়ি আসেন। তার মা ধার করে তাকে ৩০০০ টাকা জোগাড় করে দেন। আজ ৪এপ্রিল সোমবার তার খুলনায় ফিরে যাওয়ার কথা ছিল। অন্তুর স্বজনেরা জানান, অত্যন্ত হাসি খুশি ছিল অন্তু। তার বাবা দীন মজুরী করেন। অন্তু পড়ালেখার খরচ চালাতে প্রাইভেট পড়াতেন। তার বোন এবার এসএসসি পরীক্ষা দেবেন। সোমবার দুপুরের দিকে তাদের জরাজীর্ন ঘরের আড়ার সাথে গলাই ফাঁসি দেয় তাৎক্ষণিক তাকে উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। পুলিশ লাশ ময়না তদন্তেুর জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেছে। ডুমুরিয়া থানার অফিসার ইন চার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন, অভাব অনটন ও আর্থিক সংকটের কারণে ছেলেটি আত্মহত্যা করতে পারে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক মাগুরার কথা সত্যের সাথে অবিরাম। বি:দ্র: এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । Copyright © 2025 All rights reserved. www.magurarkotha.com