ডুমুরিয়ায় পৃথিবীর পাঠশালা নামক পাঠাগার উদ্বোধন
রাশিদুজ্জামান সরদার ডুমুরিয়া খুলনা প্রতিনিধি
“সমৃদ্ধ হোক গ্রন্থাগার এই আমাদের অঙ্গীকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়া উপজেলাধীন কাঁঠালতলা বাজারে পৃথিবীর পাঠশালা নামক পাঠাগারের উদ্বোধন করা হয়েছে।।
বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর সন্ধায় কাঁঠালতলা বাজারে
BIWTA (বিআই ডাবলু টিএ) এর ডেপুটি ডাইরেক্টর শেখ রবিউল ইসলাম’র পৃষ্ঠপোষকতায়, শিক্ষার্থীদের মোবাইল ফোনের আসক্তি হতে ফিরিয়ে বইয়ের প্রতি মনোযোগী করতে এ পাঠাগারের উদ্বোধন করেন চুকনগর ডিগ্রী কলেজের সাবেক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ প্রফেসর হাসেম আলী ফকির। উদ্বোধন শেষে বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
এতে দেশবরেণ্য লেখকদের গল্প, উপন্যাস, অনুবাদ, কাব্যগ্রন্থ, ধর্মীয়, ইতিহাস ও ঐতিহ্য, শিশুসাহিত্যসহ দেশি-বিদেশি লেখকদের (৫০০) পাঁচশত বই রাখা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন কাঁঠালতলা বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল আজিজ শেখ,সাবেক ইউপি চেয়ারম্যান খান রহমতুল্যাহ্,আটলিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাসানুজ্জামান মোড়ল, কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তুষার তান্তি দাস,সানরাইজ মডেল একাডেমির অধ্যক্ষ মাহাবুব রহমান,অবসর প্রাপ্ত কৃষি কর্মকর্তা আলহাজ্ব শওকত গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।