গতকাল বিকেলে রাজধানীর উত্তরা আজমপুর আমীর কমপ্লেক্স মার্কেট সংলগ্ন ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে শুরু হওয়া এ গণমিছিলে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ঢাকা-১৮ আসনের বিভিন্ন থানার নেতাকর্মীসহ সাধারণ মানুষের উপস্থিতিতে জনসভা একপর্যায়ে জনসমুদ্রে পরিণত হয়।
গণমিছিলে নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। তিনি বলেন, ধানের শীষ আজ জনগণের আকাঙ্ক্ষার প্রতীক। গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সভাপতির বক্তব্যে মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন বলেন, বিগত সময় আমরা রাজপথে ছিলাম, এখনও রাজপথে রয়েছি। আজকে অন্যায়-অত্যাচার করছেন, দোষ হচ্ছে বিএনপির। কোনো অন্যায়কারীর দায়ভার বিএনপি নেবে না।
মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ বলেন, ঢাকা-১৮ আসনের প্রতিটি ওয়ার্ডে ধানের শীষের পক্ষে জাগরণ তৈরি হয়েছে। আমাদের এ গণমিছিল সেই জাগরণেরই বহিঃপ্রকাশ। জনগণের প্রত্যাশা পূরণে আমরা মাঠে থাকব।
উত্তর বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন বলেন, আমরা ঐক্যবদ্ধ বলেই উত্তরায় স্বৈরাচারবিরোধী আন্দোলন সফল হয়েছিল। আর এ ঐক্যই আগামী দিনের রাজনীতিতে বিএনপিকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।
তুরাগ থানা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম,
৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা,,তুরাগ থানা বিএনপি'র যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব মোঃ চানমিয়া বেপারী, তুরাগ থানা বিএনপির আহবায়ক সদস্য আব্দুল আলী,
তুরাগ থানা বিএনপি'র যুগ্ন আহবায়ক মহিউদ্দিন সোহাগ রাজা, তুরাগ থানা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আয়নাল হক,সহ তুরাগ থানার অন্যান্য নেতৃবৃন্দ।
গণমিছিলে অংশ নিতে দুপুর থেকেই বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী এলাকায় জড়ো হন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।