রাজশাহীর তানোরে নিজ বসতবাড়িতে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে বানেসা বানু (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি তানোর কলেজপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত আঃ গাফ্ফারের কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ ডিসেম্বর রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে তানোর কলেজপাড়া এলাকায় বানেসা বানুর বসতবাড়িতে হঠাৎ আগুন লাগে। এতে তিনি গুরুতরভাবে দগ্ধ হন। পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে ২৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৯ ডিসেম্বর) রাত আনুমানিক ১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর থেকে নিহতের পরিবারে শোকের মাতম চলছে এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।