রাজশাহী তানোরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মোট ৩৭ জন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ ২১ জুলাই, সোমবার বেলা ১১.৩০ মি.তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কীম,এসইডিপি এর আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর,শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজনে ও তানোর উপজেলা মাধ্যমিক ও জেলা শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় তানোর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি,দাখিল,ভোকোশনাল ও এইচএসসি,আলিম,কারিগরি পাবলিক পরীক্ষায় অংশ নিয়ে নম্বরের ভিত্তিতে মানবিক বিজ্ঞান ও বাণিজ্য শাখায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করা শ্রেষ্ঠ শিক্ষার্থীদের রজনী গন্ধা ফুলের স্টিক দিয়ে বরণ করত: ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমানের সভাপতিতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুর হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাউসি’র রাজশাহীর আঞ্চলিক পরিচালক প্রফেসর আছাদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন মাউসি’র রাজশাহীর সহকারী আঞ্চলিক পরিচালক আলমাস হোসেন। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছিদ্দিকুর রহমান। এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন সরকারের তরফ থেকে দেশের প্রতিটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কৃত করার মাধ্যমে ভবিষ্যতে লিখাপড়ার প্রতি তাদের আরও উৎসাহ,উদ্দীপনা তৈরি হবে এবং মানবিক মানুষ হয়ে একদিন তারা দেশ-বিদেশে বিভিন্ন সেবামূলক কাজে আত্মনিয়োগ করবে এই প্রত্যাশায় আমরা কাজ করে যাচ্ছি। অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ, আলহাজ্ব মো: আতাউর রহমান, বাশিস রাজশাহী আহবায়ক হযরত আলী মাস্টার,সহকারী অধ্যাপক মজিবুর রহমান, সহকারি অধ্যাপক মোঃ মফিজ উদ্দিন সরকার। শিক্ষকদের পক্ষ হতে বক্তব্য রাখেন মিজানুর রহমান,প্রধান শিক্ষক ও সহ-সভাপতি তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, অনুষ্ঠানটির সার্বিক সহোযোগিতায় ছিলেন তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সেক্রেটারি হাবিবুর রহমান হাবিব। উক্ত অনুষ্ঠানে আরও উপস্কৃথিত ছিলেন কৃতি শিক্ষার্থীদের অভিভাবক,তানোর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি, অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সাংবাদিক, সমাজ-সেবক, গণ্যমান্য ব্যক্তি বর্গ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।