
রাজশাহী জেলার তানোর উপজেলায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ জানুয়ারি) রাত ৯টার দিকে তানোর থানাধীন চান্দুরিয়া ইউনিয়নের আরাজি এক্তারপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ছদ্মবেশে আত্মগোপনে থাকা মো. নাইমুল (৪৫) নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাইমুল গোদাগাড়ী থানার কসিয়া গ্রামের মৃত আফসর আলীর ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। ওই মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। সাজা ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।
র্যাব-৫ এর একটি আভিযানিক দল আসামির গতিবিধি পর্যবেক্ষণ করে নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
