আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ বা কর্মপরিকল্পনা ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ রোডম্যাপ প্রকাশ করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
সংবাদ সম্মেলনে তিনি জানান, নতুন রোডম্যাপ অনুযায়ী ধাপে ধাপে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করবে নির্বাচন কমিশন। এ কর্মপরিকল্পনায় নির্বাচনের আগে ও পরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, সুষ্ঠু ভোট আয়োজন, ভোটার তালিকা হালনাগাদ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, প্রশিক্ষণ কার্যক্রম এবং প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাইসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক অন্তর্ভুক্ত করা হয়েছে।
সিনিয়র সচিব বলেন, নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে ইসি নিরপেক্ষ ভূমিকা পালন করবে। এ ছাড়া ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করার আশ্বাস দেন তিনি।
রোডম্যাপ ঘোষণার সময় উপস্থিত ছিলেন ইসির চার নির্বাচন কমিশনার, সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং গণমাধ্যমকর্মীরা। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ রোডম্যাপ বাস্তবায়নের মাধ্যমে ভোটার ও রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জনই কমিশনের প্রধান লক্ষ্য।
বাংলাদেশের গণতন্ত্রের জন্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনের রোডম্যাপ শুধু একটি সময়সূচি নয়, বরং দেশের জনগণকে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতির প্রতিফলন। সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য এই কর্মপরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়ন হওয়া জরুরি। গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় নির্বাচন কমিশনের পাশাপাশি রাজনৈতিক দল ও সাধারণ জনগণের সহযোগিতাও অপরিহার্য।