নওগাঁর পোরশায় পুকুরের পানি সেচকে কেন্দ্র করে চাঞ্চল্যকর আফজাল হত্যার ঘটনার এজাহার নামীয় আসামী হাবিবুর’কে র্যাবের যৌথ অভিযানে রাজধানীর ভাষানটেক থানা এলাকা হতে গ্রেফতার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম আফজাল হোসেন সহ আরও ১৮ জন নওগাঁর পোরশা থানাধীন বড় গুন্দইল নওপাড়া মালতিপুর ও কাদিপুর জামে মসজিদের পুকুর ০৩ বছরের জন্য লিজ গ্রহণ করে। পরবর্তীতে উক্ত পুকুর থেকে নিয়ম অনুযায়ী ০৬ ঘন্টা করে প্রতিজনের অনুকুলে আম বাগানে পানি সেচ দেওয়া বরাদ্দ হয়। কিন্তু ২ নং আসামী মোঃ আনারুল ইসলাম(৫৫) চুক্তির শর্ত না মেনে বেশি পানি সেচ দেয়। গত ইং ২৭/০৩/২৫ তারিখ বিকাল অনুমান ০৩:০০ ঘটিকার সময় আফজাল হোসেন সহ অন্যান্য লিজ গ্রহণকারী সদস্যরা নওগাঁ জেলার পোরশা থানাধীন গুন্দইল গ্রামস্থ আনারুল হক এর বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর ১ নং আসামী মোঃ রাশেদুল ইসলাম(৩৫) কে পানি সেচ বন্ধ করতে বললে তার হাতে থাকা শ্যালো মেশিনের হ্যান্ডেল দিয়ে ভিকটিম আফজালের গালে স্বজোরে আঘাত করে জখম করে এবং উক্ত স্থান হতে বড় গুন্দইল নওপাড়া মালতিপুর পুকুরে চলিয়া যায়। একই তারিখ বিকাল অনুমান ০৩:২০ ঘটিকার সময় নওগাঁর সাপাহার থানাধীন বড় গুন্দইল নওপাড়া মালতিপুর লিজকৃত পুকুরপাড়ে ভিকটিম আফজাল সহ আন্যন্য ৫/৬ জন মিলে আসামীদের কে পানি সেচ দিতে নিষেধ এবং ভিকটিমকে মারধরের কারণ জিজ্ঞেস করলে ১ নং আসামী তাহার হাতে থাকা কোদাল দিয়ে আফজাল কে হত্যার উদ্দেশ্য মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে মাটিতে ফেলে দেয়। এ সময় অন্যান্য আসামী লাঠিসোটা ও লোহার রড দিয়ে আঘাত করতে উদ্যত হলে ভিকটিমের ছেলে আরমান তার পিতাকে বাচাঁতে গেলে তাকেও মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। উপস্থিত লোকজন আসামীদের কবল থেকে ভিকটিম এবং তার ছেলে কে উদ্ধার করে পোরশা উপজেলা সাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় । তাদের শারিরীক অবস্থার অবনতি হইলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে রেফার্ড করে । রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০/০৪/২০২৫ ইং তারিখে সকাল ০৭:৪০ ঘটিকায় মৃত্যুবরন করেন।
ঘটনাটি দেশব্যাপী প্রিন্ট, ইলেক্টনিক ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। চাঞ্চল্যকর এ ঘটনায় ভিকটিমের ছেলে বাদী হয়ে নওগাঁর পোরশা থানায় ০৭ জন এজাহারনামীয় ও ৮/১০ জন অজ্ঞাত নামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-০১, তারিখ ৩০/০৪/২০২৫, ধারাঃ পেনাল কোড ১৮৬০ এর ধারা-১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৫০৬/১১৪/৩৪ ।
পুলিশ এর পাশাপাশি র্যাব-৫ উল্লেখিত মামলার প্রেক্ষিতে হত্যাকারীদের গ্রেফতার অভিযানে নামে ।
এরই ধারাবাহিকতায়, র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী ও র্যাব-০৪ সদর কোম্পানী মিরপুর-১ এর আভিযানিক দল কর্তৃক ০৬ মে ২০২৫ খ্রিঃ ১৫.০৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ভাষানটেক থানাধীন ধামাল কোট এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় ০৭ নং আসামী মোঃ হাবিবুর রহমান (৩৫), পিতা- মোকসেদ আলী, সাং-বড় গুন্দাইল, থানা-পোরশা, জেলা- নওগাঁ’ কে গ্রেফতার করে। উক্ত আসামীকে আফজাল হত্যার বিষয়ে জিজ্ঞাসাবাদ করিলে সে সত্যতা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীকে হত্যা মামলা মূলে নওগাঁর পোরশা থনায় হস্তান্তর করা হইয়াছে ।