নওগাঁ জেলার পত্নীতলা থানা এলাকায় পৃথক দুটি অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক সম্রাট মাতাব্বর এবং নিতাইসহ মোট ০৬ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব -৫।
র্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে । জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামীসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গত ২১ মার্চ ২০২৫ তারিখ ১৪৩০ ঘটিকায় এবং ১৯৩০ ঘটিকায় নওগাঁ জেলার পত্নীতলা থানাধীন মামুদপুর বাজার এলাকা হতে ৬৯ কেজি এবং নজিপুর শাখাস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর সামনে ৫০ কেজি গাঁজাসহ সর্বমোট ১১৯ কেজি গাঁজা জব্দ করা হয়। উক্ত ঘটনায় কুখ্যাত মাদক সম্রাট মোঃ মাতাব্বর হোসেন (৪৮), পিতা-মৃত ফারাজ উদ্দিন মন্ডল, সাং-মামুদপুর, থানা-পত্নীতলা, জেলা-নওগাঁ ২। অপুদেব (২৯), পিতা-মৃত অজিতদেব, সাং- গুমুটিয়া, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ ৩। রিপন পাল (৩৬), পিতা-মৃত অজিত পাল, সাং-মাধবপুর বাজার, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ আনন্দ পাল (২১), পিতা-লিটন পাল, সাং-কাজীপাড়া, থানা ও জেলা-ব্রাহ্মনবাড়ীয়া এবং কুখ্যাত মাদক সম্রাট শ্রী নিতাই চৌধুরী (৪২), পিতা-মৃত ভিকারী চৌধুরী, সাং-মামুদপুর, ও ৬। শরিফুল ইসলাম (৩৪), পিতা-সাইদুর রহমান, সাং- শম্ভুপুর দক্ষিণপাড়া, উভয়ের থানা-পত্নীতলা, জেলা-নওগাঁ’দেরকে গ্রেফতার করা হয়।
আসামী মাতাব্বর এবং নিতাইদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাহারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা সীমান্তবর্তী অঞ্চল হতে গাঁজার চালান সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে প্রাইভেটকারের ব্যাক ডালায় এবং কার্টুনের ভিতর অভিনব কায়দায় বহন করে দেশের বিভিন্ন অঞ্চলে গাঁজা সরবরাহ করে আসছিল।
এই সংবাদের ভিত্তিতে, গত কয়েকদিন ধরে র্যাব -৫, সিপিসি-৩ এবং সিপিএসসি এর গোয়েন্দা দল কুখ্যাত মাদক ব্যবসায়ী মাতাব্বর এবং নিতাই এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ২১-০৩-২০২৫ ইং তারিখে অভিনব কায়দায় প্রাইভেটকারের ব্যাক ডালায় এবং কার্টুনে অভিনব কায়দায় বহনকালে সর্বমোট ১১৯ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মাতাব্বার এবং নিতাইসহ ০৬ জন মাদক ব্যবসায়ীকে নওগাঁ জেলার পত্নীতলা থানা এলাকা থেকে র্যাব -৫, সিপিসি-৩ এবং সিপিএসসি এর একটি বিশেষ আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আটক করে।
মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব -৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার পত্নীতলা থানায় পৃথক দুটি মামলা গ্রেপ্তার দেখানো হয়েছে।