M.Z.S. Racing Moto Bike Parts Showroom এবং G.R.Z. Squad-এর যৌথ উদ্যোগে রাজশাহী নগরীতে এক বৃহৎ, বর্ণাঢ্য ও শৃঙ্খলাবদ্ধ বাইক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
এতে রাজশাহীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ৩০০ জন বাইকার অংশগ্রহণ করেন। বিপুলসংখ্যক বাইকের অংশগ্রহণে নগরীতে সৃষ্টি হয় উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশ।
র্যালিটি নগরীর পঞ্চবটি রিভারাইন এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়। শুরুতেই অংশগ্রহণকারী বাইকারদের নিরাপদ চালনা, ট্রাফিক আইন মেনে চলা এবং শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। এরপর র্যালিটি সাহেব বাজার, সিএনবি মহিলা কলেজসহ রাজশাহী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি চলাকালে অংশগ্রহণকারীরা হেলমেট পরিধান, নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং সারিবদ্ধভাবে চলাচলের মাধ্যমে শৃঙ্খলার দৃষ্টান্ত স্থাপন করেন। ফলে ব্যস্ত সড়কগুলোতে র্যালি চললেও কোথাও যানজট বা জনদুর্ভোগের সৃষ্টি হয়নি। সাধারণ পথচারী ও অন্যান্য যানবাহন চালকরাও র্যালির শৃঙ্খলা ও সৌন্দর্যের প্রশংসা করেন।
আয়োজক সূত্রে জানা যায়, এই বাইক র্যালির মূল উদ্দেশ্য ছিল বাইকপ্রেমীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করা এবং তরুণ সমাজকে নিরাপদ ও দায়িত্বশীল মোটরসাইকেল চালনায় উদ্বুদ্ধ করা। বিশেষ করে সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব তুলে ধরাই ছিল এই আয়োজনের অন্যতম লক্ষ্য।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শেষে মেহেরচন্ডী ব্রিজ এলাকায় এসে সমাপ্ত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাপনী পর্বে আয়োজকরা অংশগ্রহণকারী বাইকারদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক ও সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
আয়োজকরা আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতা ও নির্দেশনা মেনে শান্তিপূর্ণভাবে র্যালিটি সম্পন্ন করা সম্ভব হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন সমাজে নিরাপদ সড়ক সংস্কৃতি গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে এবং তরুণ প্রজন্মকে আইন মেনে চলার ক্ষেত্রে আরও সচেতন করবে।