ফরিদপুরে র্যাব-১০ এর অভিযানে ২০ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটে ফরিদপুর জেলার কোতোয়ালী থানার মুন্সিবাজার এলাকার নিউ চুইঝাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে অভিযান পরিচালনা করে র্যাব-১০ এর একটি আভিযানিক দল।
অভিযানের সময় ঢাকা মেট্রো-ব-১৫-৫২৭২ নম্বরযুক্ত “বিএম লাইন” পরিবহন বাস তল্লাশি করে প্রায় ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় চারজন মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলেন—বাত্ত্যা চাকমা (৪০), পিতা জনযাল্ল্যা চাকমা, দক্ক চাকমা (৪৫), পিতা মগ্যা চাকমা, সপ্না দেবী চাকমা (৩৫), পিতা ধনকুমার চাকমা, বাদী চাকমা (৪২), পিতা জনযাল্ল্যা চাকমা।
তারা সবাই রাঙামাটির কাউখালী উপজেলার মানিকছড়ি এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতো।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব আরও জানায়, মাদক সমাজের ভয়াবহ বিষফোঁড়া এবং যুবসমাজকে ধ্বংসের অন্যতম কারণ। “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির অংশ হিসেবে র্যাব ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে।