জেলা প্রতিনিধি মোঃ টোকন শেখের
ফরিদপুর জেলায় কর্মরত সহকারী পুলিশ সুপার (এএসপি) জনাব মোঃ সবুজ মিয়া বদলি জনিত কারণে বিদায় নিচ্ছেন। এ উপলক্ষে জেলা পুলিশ কর্তৃক এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদায়ী এএসপি মোঃ সবুজ মিয়াকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট ও প্রীতি উপহার প্রদান করেন ফরিদপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল জলিল, পিপিএম। বিদায়ী এএসপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পুলিশ সুপার তাঁর কর্মনিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের প্রশংসা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জনাব মোঃ সবুজ মিয়া ফরিদপুরে কর্মরত অবস্থায় সহকর্মীদের সহযোগিতা, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সকলের আন্তরিক ভূমিকা ও স্মৃতিময় অভিজ্ঞতার কথা স্মরণ করেন। তিনি ফরিদপুরের জনগণের ভালোবাসা ও সহকর্মীদের আন্তরিকতা স্মরণ করে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ফরিদপুর; জনাব মোঃ রায়হান গফুর, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), ফরিদপুর; জনাব মোঃ আসিফ ইকবাল, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল), ফরিদপুর; জনাব মোঃ আজম খান, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল), ফরিদপুরসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানটি এক আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়, যেখানে সহকর্মীরা বিদায়ী কর্মকর্তার ভবিষ্যৎ জীবনের সাফল্য ও মঙ্গল কামনা করেন।