বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ১লা আগষ্ট সন্ধ্যায় শ্যামনগরে মোমবাতি প্রজ্জলন – magurarkotha.com
সম্পাদক:আশিষ কুমার সাহা,বার্তা সম্পাদক:জাহিদুল ইসলাম।

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ১লা আগষ্ট সন্ধ্যায় শ্যামনগরে মোমবাতি প্রজ্জলন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ১, ২০২১

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আগস্টে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শোকাহত আগস্ট এর প্রথম দিন সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধা স্তম্ভে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।

১লা আগষ্ট রোববার সন্ধ্যা ৭ টায় শ্যামনগর উপজেলা চত্ত্বরে বীর মুক্তিযোদ্ধা স্তম্ভে মোমবাতি প্রজ্জলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সদর ইউপি চেয়ারম্যান পিপি এ্যাড. জহুরুল হায়দার বাবু।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নওয়াবেঁকী কলেজের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোশারফ হোসেন, সদর আওয়ামীলীগের সভাপতি সাংবাদিক আলহাজ্জ্ব আকবর কবীর,উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জাহিদ সুমন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আল মামুন লিটন, শেখ আহসানুর রহমান , আলহাজ্জ্ব হারুন অর রশিদ, শ্রমিকলীগ নেতা আব্দুল মাজেদ, পলাশ খান, সাদ্দাম হোসেন সহ বিভিন্ন সহযোগী সংগঠন, কর্তব্যরত গনমাধ্যম কর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

error: Content is protected !!