বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মহম্মদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত – magurarkotha.com

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মহম্মদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১০, ২০২২

 

১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মহম্মদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য রোববার বিকেলয়ারি জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ৪টায় মহম্মদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি’র নিজস্ব প্রতিষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ এ সভার আয়োজন করে। সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর ইউনিয়ন আওয়ামলীগের সভাপতি শেখ আব্দুল মান্নান, সাবেক কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম,সাবেক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সুজন শিকদার, ছাত্রলীগের সাবেক নেত্রী বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বেবী নাজনীন প্রমুখ ।
সভায় বক্তারা বলেন,পাকিস্তানের বন্দীদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের ১০ই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন । এর আগে ৮ই জানুয়ারি পাকিস্তানের মিয়ানওয়ালি কারাগারে দীর্ঘ ৯ মাস কারাভোগের পর তিনি মুক্তি লাভ করেন এবং পরে পাকিস্তান হয়ে লন্ডন যান। তারপর দিল্লী হয়ে ঢাকায় ফেরেন এই মহান নেতা

error: Content is protected !!