বাংলাদেশ জাতীয় পার্টি (B.J.P)রাজশাহী মহানগর শাখার বর্ধিত সভা আজ শুক্রবার অনুষ্ঠিত হয়।রাজশাহী মহানগর বিজেপির আহ্বায়ক সরদার জুয়েল হোসেন(রাজশাহী ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং সদস্য সচিব আসাদুজ্জামান নূর আসাদের সভাপতিত্বে বর্ধিত সভায় কোরআন থেকে তেলাওয়াত করেন মহানগর ছাত্র সমাজের আহবায়ক মোঃপারভেজ ।প্রধান অতিথির বক্তব্যে সর্দার জুয়েল বলেন বাংলাদেশ বিজিপি পার্টি একটি নিবন্ধিত এবং জনগণের গ্রহণযোগ্য দল।বাংলাদেশ বিজেপি পার্টি রাজশাহী মহানগর সদা সর্বদাই জনগণের কল্যাণে কাজ করেছে এবং আগামীতে জনগণের পাশে থেকে জনগণের ভোটার অধিকার নিশ্চিত করবে।তিনি আরো বলেন আগামী সংসদ নির্বাচনে ঢাকা ১৭ আসন এবং ভোলা ১ আসনের প্রার্থী বাংলাদেশ বিজিপি পার্টির সভাপতি মোঃআন্দালিব রহমান পার্থর গরুর গাড়ির মার্কায় ভোট চেয়ে সবাইকে গরুর গাড়ি মার্কাতে ভোট দিতে আহ্বান জানান। তার বক্তব্যে বলেন গরুর গাড়ি মার্কায় ভোট দিলে জনগণ নিরাপদে থাকবে মৌলিক চাহিদা পূরণ হবে ভোটার অধিকার ফিরে পাবে।
প্রোগ্রামের সভাপতি আসাদুজ্জামান নূর বলেন, বাংলাদেশের রাজনীতিতে পার্থ ভাইয়ের অবদান অনেক। পার্থ ভাই ফ্যাসিস্ট আওয়ামী লীগের কাছে মাথা নত করেনি এবং সংসদে দাঁড়িয়ে উচ্চস্বরে বলেছেন তারেক জিয়া দেশে আসবে, রাজনীতি করবে, এবং রাজপথ কাঁপবে।
প্রোগ্রামে রাজশাহী মহানগর ছাত্র সমাজের সদস্য সচিব মোঃমিজানুর রহমান তার বক্তব্যে বলেন ফ্যাসিস্ট হাসিনা অবৈধ সরকার তার কিছু তৈরি করা অবৈধ আমলা বিভিন্ন উর্দ্ধতন চেয়ারে বশে দেশের ভাব -মূর্তি নষ্ট করার চেষ্টা করছে। আগামী সংসদ নির্বাচন বান্সাল করার চেষ্টা করছে। তারি ধারাবাহিকতায় গত শুক্রবারে ইনক্লাবের মুখপাত্র মোঃ হাদী ভাইকে ছাত্রলীগের সন্ত্রাসী গুলি করে।হাদী ভাই দীর্ঘ এক সপ্তাহ জীবনের সাথে যুদ্ধ করে শহীদের মর্যাদা নিয়ে না ফেরার দেশে চলে যায়। আমরা শহীদ হাদী ভাইয়ের রুহের মাগফেরাত কামনা করি, আল্লাহ তাকে জান্নাত বাসী করুক।
প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিজেপি যুগ্ন আহবায়ক মোঃ সোহাগ হুজুর, আরিফুল ইসলাম শফি, আহবায়ক, বোয়ালিয়া থানা (উত্তর), বিজেপি মো: শিবলী, সদস্য সচিব, বোয়ালিয়া থানা (উত্তর),
মো: নোহান, আহবায়ক, বোয়ালিয়া থানা (দক্ষিণ), মো: অপু, সদস্য সচিব, বোয়ালিয়া থানা (দক্ষিণ), বিজেপি।
হাসান আলী, আহবায়ক, মতিহার থানা বিজেপি।
মো: সাব্বির হোসেন, আহবায়ক, চন্দ্রিমা থানা বিজেপি।
মো: ফারুক খান, আহবায়ক, রাজপড়া থানা বিজেপি।
মো: মান্নান, আহবায়ক, শাহমখদুম থানা বিজেপি।
ফারুক আব্দুল্লাহ জীবন, আহবায়ক, রাজশাহী মহানগর জাতীয় যুবসংহতি। মো: সাগর, সিনিয়র যুগ্ম আহবায়ক, রাজশাহী মহানগর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি।
মো: পারভেজ মোশাররফ, আহবায়ক, রাজশাহী মহানগর জাতীয় ছাত্রসমাজ,এবং বিভিন্ন ইউনিটের নেতা কর্মী।
বক্তব্য শেষে মোনাজাতের মাধ্যমে হাদী ভাইয়ের মাগফেরাত কামনা করে এবং দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে,দেশবাসীর জন্য দোয়া করে প্রোগ্রামের সভাপতি আসাদুজ্জামান নূর আসাদ সমাপ্তি ঘোষণা করেন।