শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
পুকুর কাটায় বাধা দিতে গিয়ে ভেকু দুর্ঘটনায় যুবকের মৃত্যু ডুমুরিয়ায় সন্ত্রাসীদের গুলিতে এমদাদুল হক মিলন নামে এক সাংবাদিক নিহত মাগুরা সাব রেজিস্ট্রি অফিস ও ভূমি অফিসে অগ্নিসংযোগে ঘটনায় আটক তিন জন বাংলাদেশ জাতীয় পার্টি(B.J.P) রাজশাহী মহানগর শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ) সাপ্তাহিক মিটিং অনুষ্ঠিত বিজয় দিবসের চেতনা: পলাশী ফতেপুর উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপন বাঘায় আওয়ামী লীগ নেতাসহ তিনজন গ্রেপ্তার শ্যামনগরে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত রাজশাহী-৬ আসনে এমপি পদপ্রার্থী আবু সাইদ চাঁদের মনোনয়ন ফরম উত্তোলন ডুমুরিয়ায় পৃথিবীর পাঠশালা নামক পাঠাগার উদ্বোধন সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদীর প্রয়াণ: রাজপথের এক প্রতিবাদী কণ্ঠের চিরবিদায় মাগুরা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী সালিমূল হক কামালের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ মোহনপুরে জমি বিরোধে কৃষক পরিবারে রক্তক্ষয়ী হামলা, আতঙ্কে কৃষক পরিবার রাজশাহীর মোহনপুরে পুকুর খননে বাধা দেওয়ায় ভেকুর নিচে চাপা পড়ে জুবায়ের (২৫) নামের এক কৃষক নিহত কাশিয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ বাঘায় ২১তম বিরাট ইসলামী জালসা ও খতমে ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠিত মাগুরা-১ ও ২ আসনে বিএনপি, গণ অধিকার পরিষদ ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ। মোহনপুরে পুকুর খননে বাধা দেওয়ায় ভেকুর নিচে ফেলে যুবককে হত্যা গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৫৭২ জন পরিবেশ এবং নারী উন্নয়ন গবেষণায় পুরস্কার পেলেন পারভেজ বাবুল
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

বাঘায় জামাই এর কান কেটেপড়ে শশুর-শালার রডের আঘাত

নিজস্ব প্রতিবেদক / ২৩৫ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৬:৫৮ অপরাহ্ণ

রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম বাজারে দোকানের বাকীর টাকা চাওয়া কে কেন্দ্র করে শশুর-শালা ও জামাই এর সঙ্গে মারধরের ঘটনা ঘটেছে।

গত ২৯ জুন উপজেলার মনিগ্রাম বাজারের পশ্চিম মাথায়
জামাই মামুন এর কান কেটে পড়ে শশুর-শালার রডের আঘাতে বলে অভিযোগ পাওয়া যায়। এবিষয়ে আহত জামাই মামুনের বড় বোন মোসাঃ সেলিনা বেগম বাদী হয়ে বাঘা থানায় বিবাদী ৮ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ করেন। স্থানীয় লোকজন জানান,মামুন ও তার চাচাতো শশুর -শালারাই মারামারি করেছে।মামুন জামাই কে শশুররাই মারধর এর ঘটনা ঘটিয়েছে দোকানের বাকী টাকা চাওয়াতে কেন্দ্র করে।

থানায় অভিযোগ সূত্রে, ঘটনায় দিন সন্ধ্যা অনুমান ০৭.১০ ঘটিকার সময় বিবাদীগণ বেআইনী ভাবে দলবদ্ধ হয়ে হাতে দেশীয় অস্ত্র লোহার রড, শাবল, এবং মেশিনের
লোহার হ্যান্ডেল দিয়ে বাঘা থানাধীন মনিগ্রাম বাজারে আমার ভাইয়ের(মামুনের) মুদি দোকানে হামলা করে।১নং আসামী মোঃ মাওলা(২৫) হাতে থাকা লোহার রড় দিয়ে আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত ফলে আমার ভাইয়ের ডান কানে লাগিয়া গুরুতর কাটা রক্তাক্ত জখম হয়ে রক্ত বের হতে থাকে। ২নং আসামী মোঃ আলিফ (২২) হাতে থাকা শাবল দিয়ে আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে পিছন হইতে পিট বরাবর আঘাত করলে উক্ত আঘাতের ফলে আমার ভাই মাটিতে লুটিয়ে পড়লে হাতে থাকা শ্যালো মেশিনের লোহার হ্যান্ডেল নিয়ে বুক বরাবর পরপর কয়েকটি আঘাত করে উক্ত আঘাতে শরীরের বিভিন্ন অংশে কাটা জখম প্রাপ্ত হয়। অভিযোগে বিবাদীরা হলেন, ১ নং মোঃ মওলা(২৫) পিতা মোঃ আলম, ২ নং মোঃ আলিফ(২২) পিতা মৃত মোক্তার,৩ নং মোঃ শাকিল(২০) পিতা মোঃ মফিজ,৪ নং মোঃ রনি(৩০) পিতা মত
হযরত,৫ নং মোঃ কুদরত(২৫) পিতা মোঃ মোস্তফা, ৬ নং মোঃ বকুল(৩৫) পিতা মৃত হযরত,৭ নং মোঃ আলম(৪৫) পিতা মৃত হযরত, ৮ নং আলী(২২) পিতা মোঃ আলম সর্ব সাং মনিগ্রাম, বাঘা থানাধীন।

আহত মামুনের বড় বোন মোসাঃসেলিনা বেগম প্রতিবেদক কে বলেন, দোকানে ছোটভাই মামুন কে মারধর করছিলো ছোট ভাই এর চাচাতো শশুর ও শালারা মিলে। মারধরের সময় আমার ভাইয়ের চিৎকারে আমার পিতা-ওহাব আলী এবং মাতা মোসাঃ দেলেরা বেগম বাড়ী হতে বাহির হয়ে ভাইকে বাঁচানোর জন্য আগাইয়া আসিলে তাদেরও ৮ জন আসামীগণ মিলে এলোপাথাড়ী ভাবে মারধর করে শরীরের ফুলা জখম করে। আসামী মোঃ আলী(২২) সু-কৌশলে দোকানের ক্যাশ বক্স হতে নগদ তিন লক্ষ টাকা নিয়ে যায়। হয়রতের দুই ছেলে বকুল (৩৫) ও আলম(৪৫) মিলে দোকানের বিভিন্ন প্রকারপ্রশাধনী,বোতলজাত সোয়া বিন তেল,সাবানসহ প্রায় ২ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ঘটনার পরে স্থানীয়রা আহত মামুন কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে রাজশাহী মেডিকেল চিকিৎসার জন্য পাঠানো হয়।

এবিষয়ে বাঘা থানার ওসি আছাদুজ্জামান বলেন,গত ২৯জুন মারামারির ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিলো এবং এবিষয়ে আহত দোকান মালিক মামুনের বড় বোন বাদী হতে লিখিত অভিযোগ পেয়ে মামলা রুজু করা হয়েছে।অপরাধীদের কয়েকজন বিজ্ঞ আদালত মাধ্যমে জামিনে রয়েছে।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!