বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
রাজশাহীর মোহনপুরে পুকুর খননে বাধা দেওয়ায় ভেকুর নিচে চাপা পড়ে জুবায়ের (২৫) নামের এক কৃষক নিহত কাশিয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ বাঘায় ২১তম বিরাট ইসলামী জালসা ও খতমে ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠিত মাগুরা-১ ও ২ আসনে বিএনপি, গণ অধিকার পরিষদ ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ। মোহনপুরে পুকুর খননে বাধা দেওয়ায় ভেকুর নিচে ফেলে যুবককে হত্যা গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৫৭২ জন পরিবেশ এবং নারী উন্নয়ন গবেষণায় পুরস্কার পেলেন পারভেজ বাবুল বিতর্কিত অঙ্গভঙ্গি করে মুকুট হারালেন মিস ফিনল্যান্ড বিয়ের আগে ব্যাচেলর পার্টি করতে শ্রীলঙ্কায় রাশমিকা! ডিপজলের বিরুদ্ধে মারধর-এসিড নিক্ষেপের সত্যতা পায়নি সিআইডি মুস্তাফিজের আইপিএলে খেলা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি সরাসরি চুক্তিতে ৬ বিদেশি ক্রিকেটারকে নিল রংপুর রাইডার্স ২০২৬ বিশ্বকাপের মোট প্রাইজমানি ৭৯৯৯ কোটি টাকা, চ্যাম্পিয়ন পাবে কত? ভেনিজুয়েলার তেলবাহী ট্যাংকার অবরোধের নির্দেশ ট্রাম্পের সুদানে ড্রোন হামলা, নিহত শতাধিক এবার ভূমিকম্পে কাঁপল সৌদি আরব বড়দিন ও থার্টিফার্স্ট নাইটে থাকবে পুলিশের বিশেষ নিরাপত্তা বাংলাদেশের হাইকমিশনারকে তলবের পর বিবৃতি, যা জানাল দিল্লি দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার সন্ত্রাসী ফয়সালের জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের সম্পর্ক ছিল না : আইন উপদেষ্টা
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

বাঘায় বন্যা কবলিত অসহায় মানুষের পাশে-বিএনপি নেতা উজ্জল

নিজস্ব প্রতিবেদক / ১৬৬ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৬:৩৮ অপরাহ্ণ

রাজশাহীর বাঘা উপজেলার বিস্তৃর্ণ পদ্মার চরাঞ্চলে বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে এবার ত্রাণ সামগ্রী বিতরণ করলেন বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল।আজ বৃহস্পতিবার(২১ আগষ্ট ) সকাল থেকে বন্যা কবলিত বিভিন্ন এলাকায় পানির মধ্যে দাড়িতে তিনি ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের কেতৃবৃন্দ।

বাঘা উপজেলা বিএনপির নেতা কর্মীরা জানান, আনোয়ার হোসেন উজ্জল বাংলাদেশ জাতিয়তাবাদী দল রাজশাহী জেলা বিএনপির যুগ্ন আহবায়ক, রাজশাহী জেলা যুবদলের সাবেক আহবায়ক, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী(6) চারঘাট-বাঘা আসনে তিনি দলীয় মনোনয়ন চাইবেন। তাঁর লক্ষ্য অত্র এলাকায় বিভিন্ন অবকাঠামো উন্নয়ন-সহ মানুষের সেবা করা।

পদ্মার চরাঞ্চলের আতার পাড়া,চৌমাদিয়া ,মানিকের চর,চকরাজাপুর,চর কালিদাস খালি, দাদপুর,পলাশীফতেপুর ও দক্ষিণ পলাশী এলাকার লোকজন জানান, বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল এর মাধ্যমে আমরা বৃহস্পতিবার প্রায় এক হাজার পরিবার ত্রাণ সামগ্রী পেয়েছি। এই ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল- চাল, আটা, ডাল ও লবন।

সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, বাঘা উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চল নিয়ে গঠিত চকরাজাপুর ইউনিয়ন। এই ইউনিয়নে প্রায় ১৫ হাজার মানুষের বসবাস। পদ্মা ঘেষা ইউনিয়ন হওয়ার কারণে প্রতি বছর এ অঞ্চলে কম-বেশি বন্যা হয়ে থাকে। যার ব্যত্বয় ঘটেনি এবারও। হাটাৎ করে পদ্মায় পানি বাড়ার কারণে ভাঙ্গন দেখা দিয়েছে কালিদাস খালি, লক্ষী নগর, আতার পাড়া ও পলাশী ফতেপুর সহ বেশ কিছু এলাকা। এর ফলে প্রায় দেড় হাজার বিঘা ফসলী জমি ইতোমধ্যে নদী গর্ভে বিলিন হয়ে গেছে। একই সাথে পানি বন্দী হয়ে পড়েছে হাজার-হাজার মানুষ ।

এদিকে বন্যায় ক্ষতিগ্রস্থ হওয়ার কারণে সেখানে দেখা দিয়েছে ব্যাপক খাদ্য সংকট। ফলে ত্রাণের জন্য হাহাকার এ অঞ্চলের মানুষ। অনেকেই অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। তবে এখন পর্যন্ত পাওয়া যাইনি সরকারি বড় ধরনের কোন সহায়তা। খবর পেয়ে এসব বানভাসিদের মাঝে ত্রাণ নিয়ে ছুটে যাচ্ছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এদের মেধ্যে বৃহস্পতিবার দু’টি নৌকা যোগে বানভাষিদের সাথে দেখা করেন বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল।

তিনি বন্যাত্রদের উদ্দেশ্যে বলেন, আমরা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। আমাদের প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তারুন্যের অহংকার তারেক জিয়ার নির্দেশ রয়েছে, সহায় মানুষের পাশে থেকে এলাকার সমস্য সমাধান করার। আমি সেই লক্ষে আপনাদের মাঝে ছুটে এসছি। আপনারা যদি সামনের নির্বাচনে আমাদেরকে মুল্যায়ন করেন, তাহলে আপনারদের প্রতি আমি চির কৃতজ্ঞ থাকবো।

এই ত্রাণ বিতরণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, বাঘা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক যুবদল নেতা আব্দুল্লা আল মামুন। বাউসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন পলাশ, আড়ানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফ আলী মনিল,বাঘা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য সচিব আশরাফদৌলা ,চারঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ পাশা ও সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবন-সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার জানান , আমি বন্যাত্রদের মাঝে পর-পর দুইবার ত্রাণ সামগ্রী পৌছানো-সহ তাদের খাবার ও আর্থিক সহায়তা চেয়ে একটি প্রতিবেদন ইতোমধ্যে জেলা প্রশাসক-সহ স্থানীয় সরকার মন্ত্রনালয়ে প্রেরণ করেছি।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!