বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় রাজশাহীর বাঘায় বৃহৎ পরিসরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাদ আসর বাঘা উপজেলার কালিদাসখালী ও পাকুড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে পৌর বিএনপির ২ ও ৩ নং ওয়ার্ডের যৌথ উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়। দুই স্থানের অনুষ্ঠান একত্রিত হয়ে পুরো মাঠে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক এবং কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য আবু সাঈদ চাঁদ। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ছিলেন আপসহীন। রাষ্ট্রীয় নির্যাতন, মামলা-হামলা ও অসুস্থতার মধ্যেও তিনি দেশ ত্যাগ না করে মানুষের অধিকার রক্ষার সংগ্রামে অবিচল থেকেছেন। আজ তিনি সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন, তাই তার সুস্থতার জন্য সৃষ্টিকর্তার কাছে আমাদের আকুল প্রার্থনা।”
তিনি আরও বলেন, “জাতির এই ক্লান্তিকালে আমরা আমাদের নেত্রীর জন্য আল্লাহর কাছে প্রাণভিক্ষা চাইছি। তাঁর দীর্ঘায়ু দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা পৌর বিএনপির ২ নং ওয়ার্ড সভাপতি মঞ্জুর আলম এবং সঞ্চালনা করেন ৩ নং ওয়ার্ড সভাপতি জহুরুল হক টনিজ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ফখরুল হাসান বাবলু, আহ্বায়ক, বাঘা উপজেলা বিএনপি
,আশরাফুল ইসলাম মলিন, সদস্য সচিব, বাঘা উপজেলা বিএনপি,মোঃ কামাল হোসেন, সভাপতি, বাঘা পৌর বিএনপি
তফিকুল ইসলাম তফি, সাধারণ সম্পাদক, বাঘা পৌর বিএনপি,সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক, বাঘা উপজেলা বিএনপি
,মোকলেসুর রহমান মুকুল ও সুরুজ্জামান সুরুজ, সদস্য, উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি,ফকরুল হাসান, সাবেক আহ্বায়ক, বাঘা উপজেলা বিএনপি,আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক, বাঘা পৌর বিএনপি
,বারিস্টার শামসুজ্জোহা, মানবাধিকার বিষয়ক সম্পাদক (যুক্তরাজ্য),শফিকুল ইসলাম শফি, যুবদল নেতা শহিদুল ইসলাম, রেজাউল করিম, ইউনিয়ন বিএনপি,রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার,মহিলাদল নেত্রী সাবেক ভাইস চেয়ারম্যান মোসাঃ ফারহানা দিল আফরোজ রুমি, মোসাঃ সেলিনা আক্তার শাপলা, সভাপতি, বাঘা উপজেলা মহিলাদল, আমিরুল খান, তানভীর ফয়সাল তুর্য এবং জনি, আহ্বায়ক বাঘা পৌর কৃষকদল।
এছাড়াও উপজেলা বিএনপির দুই পৌরসভা ও সাতটি ইউনিয়নের সকল পর্যায়ের নেতাকর্মী, সহযোগী সংগঠনের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার বক্তব্য বক্তারা বলেন, দেশের বর্তমান সংকটে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব আরও বেশি গুরুত্বপূর্ণ। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির ওপর দমন-পীড়ন চললেও মানুষ পরিবর্তনের পক্ষে একজোট। চারঘাট–বাঘার নেতাকর্মীরাও ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করার প্রতিশ্রুতি দেন।
মাওলানা সাজেদুর রহমানের পরিচালনায় বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দেশ-জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত এবং তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।