বাঘায় আওয়ামী লীগ নেতাসহ তিনজন গ্রেপ্তার
আবুল হাশেম
রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীর বাঘা উপজেলায় আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন ওরফে মতি (৫৯)সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে দুজন এজাহারভুক্ত এবং একজন ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল মতিন ওরফে মতি দুটি রাজনৈতিক মামলার আসামি। তার বিরুদ্ধে বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলুর বাড়িতে ককটেল হামলা এবং আড়ানী পৌরসভার ঝিনা গ্রামে বিএনপির কার্যালয় পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা রয়েছে।
আব্দুল মতিন ওরফে মতি আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি। তিনি আড়ানী পৌরসভার হামিদকুড়া গ্রামের মৃত ফজের প্রাংয়ের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়া একই থানায় দায়ের করা অপর একটি মামলায় নীরব হোসেন ওরফে সম্রাট (২৫) এবং ওয়ারেন্টভুক্ত আসামি মোসা. লাখিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা বাঘা থানার উপ-পরিদর্শক (এসআই) তুহিন হোসেন জানান, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তিনজনকে বুধবার (১৭ ডিসেম্বর) আদালতে পাঠানো হয়েছে।