রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। রবিবার (২৫ জানুয়ারি) ২০২৬ সকাল থেকেই সারা দিন ব্যাপী উপজেলার আড়ানীতে সাধারণ ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে দাঁড়িপাল্লার পক্ষে ভোট প্রার্থনা করেন রাজশাহী ০৬ (চারঘাট-বাঘা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক।
এছাড়াও বিকেলে তিনি এলাকার মহিলা ভোটারদের সাথে উঠান বৈঠক করেন। সেখানে দাঁড়িপাল্লার পক্ষে তিনি সবার কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন। দিনব্যাপী প্রচার প্রচারণার শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামির রাজশাহী ০৬ আসনের প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক বলেন, "আমরা জনগণের কাছে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইছি। আমরা চাই দেশে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হোক।