লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন মহিষতুলী গ্রামে মোঃ আবেদ আলীর বাড়ীর পৃর্ব পাশে বাঁশ ঝাড়ের ভিতর থেকে ১ টি গরু সহ ২জন, চোর কে,আটক করেছে এলাকাবাসী।
জানা যায় যে, গত রাত ভোর আনুমানিক ৫ ঘটিকায় আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বটতলা বাজারের পার্শ্ববতী এলাকার ১ টি লাল রংঙ্গে গরু চুরি করেন।একই এলাকার মোঃ সিরাজুল ইসলাম ছেলে মোঃ আশরাফুল ইসলাম, মাতা করিনা খাতুন,সাং ডাইয়াকুটি,০৯ নং ওয়ার্ড,
২, মোঃ মেহেদী হাসান নিলু, এর ছেলে মোঃ শহিদুল ইসলাম, সাং উত্তরগোবধা,০৬ নং ওয়ার্ড,
এলাকার বাসি জানান,চোরের প্রবনতা বৃদ্ধি পেয়েছে।
এ সময় গ্রামপুলিশ ও এলাকার সাধারণ মানুষের সহযোগিতা গরুও চোর সহ ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের নিয়ে গেলে চেয়ারম্যান এদের কে আদিমারী থানা পুলিশের নিকট সোপর্দ করেন।