মহম্মদপুরের বিনোদপুর থেকে ৭৮ মেট্রিক টন চাল উদ্ধার..
জুলাই মাসে টিসিবি’র উপকারভোগীদের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত ৭৮ মেট্রিক টন চাল অবশেষে বৃহস্পতিবার রাতে বিনোদপুর থেকে উদ্ধার করা হয়েছে।স্থানীয় প্রশাসন
অবৈধভাবে মজুদ রাখা সেই চাউল উদ্ধার করেন।
মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহীনুর আক্তারের নির্দেশে উপজেলা কৃষি অফিসার মো: আব্দুস সোবহান, উপজেলা আইসিটি অফিসার মো: রফিকুল ইসলাম এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: মনজুর রহমানের উপস্থিতিতে এ অভিযান চালিয়ে চাল উদ্ধার করা হয়।তবে দায়ী বিনোদপুরের ব্যাবসায়ী প্রতিষ্টান মেসার্স ঋতু ট্রেডার্স এর স্বত্তাধিকারী ওএমএস এর ডিলার হোসেনিয়া কান্তী ঋতু ডিলারশিপ বাতিল করলেও তার বিরুদ্ধে কোন আইনানুগ ব্যাবস্থা গ্রহণ না করায় সচেতন মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
উল্লেখ্য – মাগুরার মহম্মদপুর উপজেলার ৮ টি ইউনিয়নে মোট ১৫ হাজার ৫শত ৬৭ জন স্মার্টকার্ডধারীদের মাঝে জুলাই /২৫ মাসের টিসিবি’র অন্যান্য পণ্য’র সাথে বিতরণের জন্য চাল বরাদ্দ দেওয়া সার্পেক্ষে উত্তোলন করলেও তা অজ্ঞাত কারণে ওই মাসে ভোক্তাদের না দিয়েই আত্মসাত করার পাইতারা করেন সংশ্লিষ্ট ডিলার হোসেনিয়া কান্তী ঋতু।জুলাই মাসে ভোক্তা পর্যায়ে চাল না পাওয়া নিয়ে সংবাদ পত্রে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে টনক নড়ে স্থানীয় প্রশাসনের। বিষয়টি ব্যাপকহারে আলোচিত হলে তদন্ত সার্পেক্ষে বিনোদপুরের ব্যাবসায়ী প্রতিষ্টান মেসার্স ঋতু ট্রেডার্স এর স্বত্তাধিকারী ওএমএস এর ডিলার হোসেনিয়া কান্তী ঋতু ডিলারশিপ বাতিল করে তার নিকটে অবৈধভাবে মজুদ রাখা সেই চাউল উদ্ধার করায় জনমনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।