মহম্মদপুর উপজেলায় মতবিনিময় সভা ও থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক
মাগুরা প্রতিনিধি:
মাগুরার মহম্মদপুর উপজেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা ও থানা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক।
সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) মহম্মদপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক জনাব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।
সভায় সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহাম্মদ শাহনুর জামান।
মতবিনিময় সভায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন-পূর্ব প্রস্তুতি, ভোটকেন্দ্রসমূহের প্রয়োজনীয় সংস্কার, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের করণীয় ও বর্জনীয় বিষয়াদি এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় জেলা প্রশাসক বলেন, একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা গাফিলতির সুযোগ দেওয়া যাবে না।
মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক মহম্মদপুর থানা পরিদর্শন করেন। থানা পরিদর্শনকালে তিনি আইন-শৃঙ্খলা রক্ষা, নির্বাচনকালীন নিরাপত্তা জোরদার এবং সাধারণ জনগণকে সর্বোচ্চ সেবা প্রদানের বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।