মহম্মদপুর রিপোর্টার্স ইউনিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত
উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির প্রথম পরিচিতি ও আলোচনা সভা আজ অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সাংবাদিকতার নৈতিক মান বজায় রাখা এবং পেশাগত দায়বদ্ধতা আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় নবনির্বাচিত নেতৃবৃন্দ নিজেদের পরিচয় তুলে ধরেন এবং আগামীর কর্মপরিকল্পনা শেয়ার করেন। এ সময় সদস্যরা সংগঠনের সাফল্য ও উন্নতির জন্য গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
আলোচনা সভায় উপস্থিত সকল সদস্য সংগঠনকে আরও কার্যকর, ঐক্যবদ্ধ ও পেশাদার রূপে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।