বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৬:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভোগান্তি চরমে! গোমস্তাপুরে সাংবাদিকের মধ্যে হাতা-হাতি ৩ সাংবাদিকের বিরুদ্ধে থানায় অভিযোগ সদরপুরে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের মালামাল আত্মসাতের অভিযোগ ফরিদপুরে মাদক সম্রাজ্ঞী শাহেদা ও সহযোগী রেখা আটক ফরিদপুরে র‍্যাব-১০ এর অভিযানে ২০ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে ফরিদপুরের কাদিরদী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একাধিক দোকান, ক্ষয়ক্ষতি কোটি টাকা মাগুরায় ২০ শিক্ষার্থী, ১৪ শিক্ষক—তবুও সবাই ফেল! আরডিএর উদাসীনতায় ভবন নির্মানের অনিয়ম এখন নিয়মে পরিনত লালমনিরহাটের হোটেল ব্যবসায়ীর স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগ অভিযুক্ত দুই ব্যবসায়ী পিতা পুত্র দীপাবলির আলোর আশায় মোগল হাটের কুমারপাড়ায় ৩৫ ঘর পরিবার ব্যাস্ত মাটির প্রদীপ তৈরিতে লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় এক কলেজ শিক্ষকের মৃত্যু নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনার কাজ করার শুরুর দাবিতে মশাল মিছিল তিস্তা পাড়ে রাজশাহী বোর্ডে পাসের হার ৫৯ দশমিক ৪০ শতাংশ রাকসু নির্বাচনে ভোট গ্রহণ শেষ, ফলাফলে অপেক্ষায় দেশ ফরিদপুর বিভাগ দ্রুত বাস্তবায়নের দাবিতে জনতার বিক্ষোভ কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে দালাল চক্রের ৫ সদস্য আটক বাঘায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা মাগুরায় দুস্থ শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ মাগুরা দুই উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি)র যোগদান। মাগুরায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৫ উদযাপন ও র‍্যালি, স্মার্ট সাদাছড়ি বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপন

মাগুরার কথা ডেক্স / ২৯০ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ৯:৪৩ অপরাহ্ণ

আজ ২৬ মার্চ, ২০২৩ যথাযোগ্য মর্যাদায় মাগুরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে।সকাল ৭:৩০ টায় নোমানী ময়দানে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক,মাগুরা জনাব মোহাম্মদ আবু নাসের বেগ। এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাগুরা -১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব এড.মো: সাইফুজ্জামান শিখর।

পুষ্পস্তবক অর্পণ শেষে জাতীয় সংগীত পরিবেশিত হয়। এসময় জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক,মাগুরা।

এছাড়া বেলুন ও শান্তির প্রতীক পায়রা ওড়ানো হয়। এসময় বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ, মাগুরা জনাব অমিত কুমার দে মহোদয় উপস্থিত ছিলেন। পরবর্তীতে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি এবং ফায়ার সার্ভিস এর মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

এরপর মাগুরার বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করা হয়।পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব এড. মো: সাইফুজ্জামান শিখর। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: মশিউদ্দৌলা রেজা,পিপিএম(বার),পুলিশ সুপার, জনাব পঙ্কজ কুমার কুন্ডু,চেয়ারম্যান, জেলা পরিষদ, মাগুরা,
জনাব শহীদুল্লাহ দেওয়ান, সিভিল সার্জন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবু নাসের বেগ।

মাগুরা -১ আসনের মাননীয় সংসদ সদস্য বলেন যে, মার্চ মাস বাঙালির জীবনের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ মাসে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম। যার জন্ম না হলে বাংলাদেশ নামক আমাদের প্রিয় মাতৃভূমির সৃষ্টি হতো না। ৭ মার্চ ঐতিহাসিক ভাষণ যার মাধ্যমে স্বাধীনতার প্রস্তুতি নেয়ার জন্য আহবান জানান জাতির পিতা। অত:পর ২৬ মার্চ জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দেন এবং দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতার রক্তিম সূর্য ছিনিয়ে আনে বাঙালিরা। এই স্বাধীনতা অনেক আরাধ্য ও সাধনার সম্পদ। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ উন্নয়ন এর অগ্রযাত্রায় এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করেন।

জেলা প্রশাসক,মাগুরা তাঁর বক্তব্যে বলেন,স্বাধীনতা দিবসের এই মাহেন্দ্রক্ষণে শ্রদ্ধাবনতচিত্তে স্মরণ করছি বাঙালির মুক্তির পথপ্রদর্শক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সেই সব বীর মুক্তিযোদ্ধাদের যাদের আত্মত্যাগ ও অবিচল দেশপ্রেম আমাদের এই দেশমাতৃকা উপহার দিয়েছে। মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনায় প্রোজ্জ্বল শিখার মত চির ভাস্বর। তিনি আরও বলেন, আজকের দিনে আমাদের প্রত্যয় হবে মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের কাংখিত কল্যাণ নিশ্চিতকরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা।দেশের সার্বিক উন্নয়নে আমাদের উন্নয়ন সহযাত্রী হিসেবে পাশে থাকলে নিশ্চয়ই আমরা মাগুরাকে একটি স্মার্ট জেলায় পরিণত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এছাড়া, স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ২০৪১ সালে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর আওতাধীন ‘ জনশুমারী ও গৃহগণনা প্রকল্প ২০২১ এর আওতায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর