মাগুরায় সমাজের নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনী অগ্রাধিকার ‘- বিষয়ক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
শনিবার দুপুরে মাগুরা সদর নোমানী ময়দান মাঠ প্রাঙ্গণে এবং সকালে মাগুরা শ্রীপুর উপজেলার এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে পৃথক পৃথক ভাবে আয়োজিত নারী ও শিশু অধিকার ফোরাম এর আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, নারী ও শিশু অধিকার ফোরামের আহবায়ক বেগম সেলিনা রহমান। তিনি বলেন, কারো উপর প্রতিশোধ নয়, আমরা দেশের জন্য কাজ করবো। দেশনেত্রী বেগম খালেদা জিয়াই প্রথম নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন।
‘সমাজের নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনী অগ্রাধিকার ‘- বিষয়ক এ নারী সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা -১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব এ্যাড. নিপুন রায় চৌধুরী।
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক, মহিলা দলের সহ-সভাপতি ও সাবেক এমপি এ্যাড. নেওয়াজ হালিমা আরলি, ছাত্রদলের যুগ্ম- সাধারণ সম্পাদক মানসুরা আলম, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আলমগীর হোসেন ও সাহেদ হাসান টগর, জেলা মহিলা দলের সভাপতি উম্বিয়া কুলসুম উর্মি, সহ বিএনপির এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সমাবেশকে কেন্দ্র করে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে সকাল হতে মহিলা দলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্রের তালে তালে সমাবেশস্থলে উপস্থিত হয়। সমাবেশ শুরু হওয়ার আগেই পুরো মাঠ জুড়ে হাজার হাজার নারীতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।