বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বালিদিয়া ইউনিয়নের স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন,“বেগম খালেদা জিয়া দেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বাস্তবতার প্রতীক। আমরা তাঁর আশু সুস্থতা কামনা করি এবং তাঁর চিকিৎসা কার্যক্রম যেন নির্বিঘ্নভাবে পরিচালিত হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট মহলের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করি।”অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বালিদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব লুৎফর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক কাজী মো. খায়রুল্লাহ শিপন।দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।