মাগুরার শ্রীপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
লেনিন জাফর,
মাগুরার শ্রীপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে শ্রীপুর থানার নবাগত অফিসার ইনচার্জ শাহিন মিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় অফিসার ইনচার্জের রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর থানা ওসি তদন্ত আবু বকর, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আলোকিত বাংলাদেশ ও দি ফিনান্সিয়াল পোস্টের মাগুরা জেলা প্রতিনিধি ড. মুসাফির নজরুল, সাধারণ সম্পাদক দৈনিক নয়া দিগন্ত ও লোকসমাজ পত্রিকার প্রতিনিধি মো. নাসিরুল ইসলাম, সহ-সভাপতি ইত্তেফাক ও গ্রামের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি আশরাফ হোসেন পল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের সময় ও ডেইলি অবজারভার পত্রিকার উপজেলা প্রতিনিধি খান আবু হাসান, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক প্রবাহ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোল্যা মিজানুর রহমান, কোষাধ্যক্ষ নিরপেক্ষ ও ডেইলি পোস্ট পত্রিকার উপজেলা প্রতিনিধি জিয়াউর রহমান, দপ্তর সম্পাদক প্রতিদিনের বাংলাদেশ ও স্পন্দন পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. মহসিন মোল্যা, সদস্য ও বাংলাদেশ টুডে পত্রিকার উপজেলা প্রতিনিধি এম আর জিন্নাহ, আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি আইয়ুব হোসেন খান, দেশবার্তা পত্রিকার উপজেলা প্রতিনিধি লেনিন জাফর, বাংলাদেশ সমাচার পত্রিকার উপজেলা প্রতিনিধি জিল্লুর রহমান সাগর ও জনবানী পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. সাকিব খান।
এ সময় নবাগত অফিসার ইনচার্জ শাহিন মিয়া বিকাশ প্রতারণা, মাদক, গ্রাম্য কাইজাসহ বিভিন্ন অপরাধের বিষয় আলোচনা করেন এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।