মাগুরায় পুলিশ সদস্যদের জন্য নতুন যানবাহন হস্তান্তর
পুলিশ হেডকোয়ার্টার্স থেকে সরবরাহকৃত ডাবল কেবিন পিকআপ ও মোটরসাইকেল মাগুরা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ইনচার্জদের কাছে হস্তান্তর করা হয়েছে।
২৩ নভেম্বর রোববার সকালে জেলা পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে এসব যানবাহন হস্তান্তর করেন মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম, পিপিএম।
এসপি মিনা মাহমুদা বলেন, মাঠ পর্যায়ে দ্রুত সাড়া দেওয়া, টহল জোরদার করা, অপরাধ দমন এবং জনসেবা সহজতর করতে এসব যানবাহন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় এ সহায়তা আরো দৃঢ়তা যোগ করবে।
হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহ্ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মাগুরা। তিনি বলেন, নতুন মোটরসাইকেল ও ডাবল কেবিন পিকআপ যুক্ত হওয়ায় পুলিশের বিভিন্ন ইউনিটের কার্যক্রম এখন আরও গতিশীল হবে। বিশেষ করে দুর্গম এলাকায় পৌঁছানো, দ্রুত অভিযান পরিচালনা এবং জরুরি অবস্থায় সাড়া দেওয়ার ক্ষেত্রে এই যানবাহনগুলো সময় বাঁচাবে।
এদিন জেলা পুলিশের বিভিন্ন বিভাগ থানা, ট্র্যাফিক, গোয়েন্দা শাখাসহ মাঠপর্যায়ে যেসব ইউনিট সরাসরি জনগণের সঙ্গে কাজ করে তাদের প্রতিনিধিদের কাছে চাবি হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্র জানায়, হেডকোয়ার্টার্স থেকে বরাদ্দ পাওয়া এসব যানবাহন যুক্ত হওয়ায় জেলার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
জেলা পুলিশের কর্মকর্তা-কর্মচারীরা বলেন, নতুন যানবাহনের সংযোজন তাদের দৈনন্দিন দায়িত্ব পালনকে আরও সহজ ও দ্রুততর করবে।