মাগুরায় সন্ত্রাস,জঙ্গীবাদ,মাদকের বিরুদ্ধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত।
মাগুরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়ের নির্দেশনায় ‘‘পুলিশই জনতা-জনতাই পুলিশ’’এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় সন্ত্রাস,জঙ্গীবাদ,মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ লক্ষে বিট পুলিশং সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধাবার বিকালে পৌরসভা ০১ নং ওয়াডে্ এ বিট পুলিশং সভা অনুষ্ঠিত হয়। পুলিশ পরিদর্শক তপন কুমার(অপারেশন)বলেন,বিট পুলিশিং কাযক্রামের মধ্যে বড় চ্যালেঞ্জ মাদক নিয়ন্ত্রণ করা।পুলিশ সাধারণ মানুষের সাথে নিয়ে মাদক নিয়ন্ত্রণ করতে চায়।নতুন প্রজ্নম কে মাদকের হাত থেকে রক্ষা করতে হবে। সমাজে সচেতন নাগরিক হিসাবে সবাইকেই এগিয়ে আসার আহবান জানান। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সচেতন না হলে ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্খা প্রকাশ করেন।
অনেক সময় দেখা যায়,উঠতি বয়সের ছেলে মেয়েরা সঙ্গদোষে বিপদগামী হয়ে উঠে।ছোট থেকে পরিবারের সকল অভিভাবকরা সচেতন হবেন। আমরা বিট পুলিশিং এর কাযক্রামের মাধ্যমে সচেতনতা কাযক্রম চালিয়ে আসছি।
বতমানে মোবাইলে আসক্তির কারণে অনেক ছেলে,মেয়ে বিপদ গামী হচ্ছে। মোবাইলের যেমন ভালো দিক আছে। আবার খারাপ দিকও রয়েছে। বিট পুলিশিং এর বার্তা সমাজের সব স্তরের কাছে পৌছে দিতে চাই।
আগামী দিনের যারা ভবিষ্য কিশোর উঠতি বয়সের ছেলে,মেয়েরা যাতে অসামাজিক কাযক্রম থেকে বিরত থাকেন।
বিট পুলিশিং এর কাযক্রাম পযায় ক্রমে জেলার সকল উপজেলা ও ইউনিয়ন পযায়ে সাধারণ মানুষ,সুশিল সমাজের মানুষের সাথে আলোচনা ও সভা করে সচেতন করার চেষ্টা করে যাচ্ছি