গতকাল ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রাথমিক শিক্ষা টাস্কফোর্স এবং জেলা মানসম্মত শিক্ষা কমিটির পৃথক সভা অনুষ্ঠিত হয়। সভা দুইটিতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, মাগুরা এবং জেলা প্রাথমিক শিক্ষা টাস্কফোর্স ও জেলা মানসম্মত শিক্ষা কমিটির সভাপতি জনাব মোঃ অহিদুল ইসলাম।
পৃথক সভা দুইটিতে জেলার শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পাঠদানে আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি, শিক্ষক-অভিভাবক সমন্বয় এবং সহশিক্ষা কার্যক্রম জোরদারকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভা দুইটিতে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ছাড়াও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।