
মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে সড়ক দুর্ঘটনা, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাল ফায়ার সার্ভিস
মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের পুলিশ লাইন আখ সেন্টারের সামনে সড়ক দুর্ঘটনায় ‘মায়া ট্রাবলস’ নামের একটি যাত্রীবাহী পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুর্ঘটনার পরপরই খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করেন। পরে আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, দুর্ঘটনায় গুরুতর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে একজন যাত্রীর পা ভেঙে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অন্য আহতরা তুলনামূলকভাবে হালকা আঘাত পেয়েছেন।
দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে গাড়ির নিয়ন্ত্রণ হারানোকে দায়ী করা হচ্ছে। এ ঘটনায় কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে ধীরগতি দেখা দিলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ বিষয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে কাজ করছে।
Reporter Name 

















