মাগুরা- ১ আসনের স্বতন্ত্র প্রার্থী কুটিমিয়া মনোনয়ন ফ্রম সংগ্রহ শেষ পুলিশের কাছে আটক
আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাগুরা-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী, মাগুরা শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কতুবুল্লাহ হোসেন কুটি মিয়াকে মনোনয়ন ফরম সংগ্রহ শেষে নির্বাচনী এলাকায় ফেরার পথে আটক করেছে পুলিশ।
১৫ ডিসেম্বর সোমবার দুপুরে মাগুরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদের কাছ থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। ফরম সংগ্রহের পর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত সময়ের জন্য কথা বলেন কুটি মিয়া।
এরপর নিজ নির্বাচনী এলাকা শ্রীপুরে ফেরার পথে মাগুরা শহরের নতুন বাজার এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। তবে আটকের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে কুতুবুল্লাহ হোসেন কুটি মিয়ার একান্ত সহকারী মিটুল হোসেন জানান,
মনোনয়ন ফরম সংগ্রহ করে বাড়ি ফেরার পথে নতুন বাজার এলাকায় পৌঁছালে ডিবির একটি টিম আমাদের গাড়ির গতিরোধ করে। পুলিশ সুপারের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর আলোচনা আছে এমন কথা বলে তাকে তাদের গাড়িতে তুলে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তবে কী কারণে তাকে নেওয়া হয়েছে, সে বিষয়ে আমরা নিশ্চিত নই।
এ বিষয়ে মাগুরা জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন,
কুতুবুল্লাহ হোসেন মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার তদন্তপ্রাপ্ত আসামি। আমরা তাকে দীর্ঘদিন ধরে খুঁজছিলাম। তিনি স্বতন্ত্র প্রার্থী কি না—এ বিষয়টি আমাদের জানা ছিল না।
উল্লেখ্য, কুতুবুল্লাহ হোসেন কুটি মিয়া শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে তিনি আওয়ামী লীগের কোনো সাংগঠনিক পদে নেই। তিনি শ্রীপুর উপজেলার শ্রীখোল ইউনিয়নের বর্তমান নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।