মাগুরা-১ ও ২ আসনে বিএনপি, গণ অধিকার পরিষদ ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ।
খন্দকার নজরুল ইসলাম মিলন নিজস্ব প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাগুরা-১ ও ২ আসনে বিএনপি, গণ অধিকার পরিষদ ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় মাগুরা জেলা রিটার্নিং অফিসার কার্যালয় থেকে তারা এসব মনোনয়ন ফরম সংগ্রহ করেন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ প্রার্থীদের হাতে মনোনয়ন ফরম তুলে দেন।
এ সময় বিএনপি মনোনীত মাগুরা-১ আসনের প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা বিএনপি যুগ্ন-আহবায়ক, আক্তারুজ্জামান ও মাগুরা পৌরসভার সভাপতি, মাসুদ হাসান খান কিজিল সহ দলের নেতাকর্মীরা।
এছাড়াও মাগুরা-২ আসন থেকে সাবেক বিএনপি
সংসদ সদস্য কাজি সালিমুল হক কামালের পক্ষ থেকে স্বতন্ত্র মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন সাবেক মহম্মদপুর উপজেলা বিএনপি সভাপতি, মোঃ গোলোম আজম সাবু সহ বিএনপি এক পক্ষের নেতাকর্মীরা।
গণ অধিকার পরিষদ এর পক্ষ থেকে ডা. খলিলুর রহমান মনোনয়ন পত্র সংগ্রহ করেন। তাদের হাতে মনোনয়ন ফর্ম তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের।