মাগুরা-২ আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী-এর পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বাঁধন সরকার মহম্মদপুর উপজেলা প্রতিনিধি
মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের চালমিয়া গ্রামে আয়োজিত ওই উঠান বৈঠকে বক্তব্য প্রদান করেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর ভাই।
বক্তব্যে তিনি বলেন, “আমরা আমার মায়ের আদর্শকে ধারণ করি। আমার মা আমাদের সব সময় বলতেন—তোমরা কখনো অসৎ উপায়ে টাকা ইনকাম করবে না। সেই আদর্শ অনুযায়ী আমরা চলি। আমাদের মাঝে কোনো দুর্নীতি খুঁজে পাবেন না।”
তিনি আরও বলেন, “দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের জন্য আগামী নির্বাচনে আপনারা সকলে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।”
উঠান বৈঠকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। সভায় আগামী নির্বাচনে দলকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।