মোটরসাইকেলে মাদক পরিবহনকালে ২ কেজি ৫০০ গ্রাম হেরোইন সহ ০১ জন মাদক ব্যবসায়ী র্যাব-৫, সিপিসি-১ এর অভিযানে গ্রেফতার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় ২৫ এপ্রিল ২০২৫ ইং তারিখ সকাল ১০:৩০ ঘটিকায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ, র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন দেবীনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হরমা গ্রামস্থ মরা নদী ও পদ্মার মুখে জনৈক রুহুল এর ভুট্টা ক্ষেতের পার্শ্বে ব্লক নির্মিত পদ্মা নদীর পারস্থ রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০২ কেজি ৫০০ গ্রাম হেরোইন, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল, ০১টি মোবাইল ফোন এবং নগদ-২৫০০/-(দুই হাজার পাঁচশত) টাকাসহ ১। মোঃ ইউসুফ আলী (২৬), পিতা-মোঃ আব্দুল বাসির, মাতা-মোসাঃ জেলেখা বেগম, সাং-জাহানাবাদ চাতরাপুকুর, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহীকে গ্রেফতার করে।
উল্লেখ্য, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানা যায় যে, উল্লেখিত সময় মাদকের একটি চালান সরবরাহ করবে। র্যাব এর একটি চৌকষ আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক বর্নিত স্থানে গোপনে অবস্থান নিলে একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হওয়ায় মোটরসাইকেলের গতির প্রতিবন্ধকতা সৃষ্টি করে থামানো হয়। পরবর্তীতে এলাকার নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি পরিচালনা করে তার হেফাজত হতে উল্লেখিত আলামত সহ তাকে গ্রেফতার করা হয়।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।