রাজশাহীর মোহনপুর উপজেলায় অটোরিকশা চালক ফজলু আলী (৩৭) কে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা অনুমান ৬টা ১৫ মিনিট থেকে ৬টা ৩০ মিনিটের মধ্যে মোহনপুর থানার তিলাহারী ও শিয়ালকোলা গ্রামের মাঝামাঝি ফাঁকা স্থানে পাকা রাস্তায় অজ্ঞাত দুর্বৃত্তরা ফজলু আলীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে গুরুতর আহত করে পালিয়ে যায়।
তানোর উপজেলার কলমা ইউপির অমৃতপুর গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে ফজলু আলী (৩৭) গুরুতর আহত অবস্থায় তিনি নিজের গলায় গামছা বেঁধে নিজেই অটোরিকশা চালিয়ে কেশরহাট বাজারে পৌঁছান। সেখানে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সেই দিন রাত ১০টা ১৫ মিনিটের দিকে তিনি মৃত্যুবরণ করেন।
ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে। গত রোববার রাত ৯টার দিকে তানোর বাজার এলাকা থেকে সন্দেহভাজন তানোর উপজেলা সদরের গুবিরপাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে মোঃ রাশেদুজ্জামান মাসুম (৩৫)-কে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটক করা হয়।
পুলিশ জানায়, আটক আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল সোমবার (১০ নভেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে।
মোহনপুর থানার এ ঘটনা তদন্তকারী অফিসার এসআই ইয়ামিন আলী জানান, হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং সংশ্লিষ্টদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। মামলা রেকর্ড প্রক্রিয়াধীন।