প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৫, ৪:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৩, ২০২৫, ৩:২৯ অপরাহ্ণ
মোহনপুরে বিপুল পরিমাণের রিং জাল পুড়িয়ে ধ্বংস

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, কেশরহাট পৌরসভা এলাকার বাকশৈল গ্রামের ওয়াসিমের বাড়িতে ব্যবসায়ীদের বিপুল পরিমাণ জাল মজুদ রয়েছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বেনজির আহমেদ ঘটনাস্থলে গিয়ে ২৭০ টি রিং জাল জব্দ করেন, যার বর্তমান বাজার মূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা। পরে এগুলো উপজেলা চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা বলেন, কেশরহাট এলাকায় অভিযান চালিয়ে ২৭০ টি রিং জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়া জাল ব্যবসায়ী ওয়াসিম কে ২ হাজার টাকা জরিমাণা করা হয়েছে। দেশের মৎস্যসম্পদ রক্ষা করা সকলের নৈতিক দায়িত্ব। এজন্য সামাজিক সচেতনতা দরকার।
দৈনিক মাগুরার কথা সত্যের সাথে অবিরাম। বি:দ্র: এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । Copyright © 2025 All rights reserved. www.magurarkotha.com