মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
গোমস্তাপুরে সাংবাদিকের মধ্যে হাতা-হাতি ৩ সাংবাদিকের বিরুদ্ধে থানায় অভিযোগ সদরপুরে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের মালামাল আত্মসাতের অভিযোগ ফরিদপুরে মাদক সম্রাজ্ঞী শাহেদা ও সহযোগী রেখা আটক ফরিদপুরে র‍্যাব-১০ এর অভিযানে ২০ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে ফরিদপুরের কাদিরদী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একাধিক দোকান, ক্ষয়ক্ষতি কোটি টাকা মাগুরায় ২০ শিক্ষার্থী, ১৪ শিক্ষক—তবুও সবাই ফেল! আরডিএর উদাসীনতায় ভবন নির্মানের অনিয়ম এখন নিয়মে পরিনত লালমনিরহাটের হোটেল ব্যবসায়ীর স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগ অভিযুক্ত দুই ব্যবসায়ী পিতা পুত্র দীপাবলির আলোর আশায় মোগল হাটের কুমারপাড়ায় ৩৫ ঘর পরিবার ব্যাস্ত মাটির প্রদীপ তৈরিতে লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় এক কলেজ শিক্ষকের মৃত্যু নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনার কাজ করার শুরুর দাবিতে মশাল মিছিল তিস্তা পাড়ে রাজশাহী বোর্ডে পাসের হার ৫৯ দশমিক ৪০ শতাংশ রাকসু নির্বাচনে ভোট গ্রহণ শেষ, ফলাফলে অপেক্ষায় দেশ ফরিদপুর বিভাগ দ্রুত বাস্তবায়নের দাবিতে জনতার বিক্ষোভ কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে দালাল চক্রের ৫ সদস্য আটক বাঘায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা মাগুরায় দুস্থ শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ মাগুরা দুই উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি)র যোগদান। মাগুরায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৫ উদযাপন ও র‍্যালি, স্মার্ট সাদাছড়ি বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী জসিমের কাঁচামালের দোকানে ইউএনও দবির উদ্দিন
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

ম্যাটস্’র কোর্স কারিকুলাম ও চার দফা নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক / ১১৬ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৫:৫৫ অপরাহ্ণ

বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন (বিডিএমএ), বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্র্যাক্টিশনার এসোসিয়েশন(বিডিএমপিপিএ) এবং সাধারণ ম্যাটস্ শিক্ষার্থী ঐক্য পরিষদ এর যৌথ উদ্দোগে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমরার বেলা ১২.০০ টার সময় লক্ষীপুরে এক চেম্বার ভবনে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় লিখিত বক্তব্য বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন রাজশাহী জেলা আহ্বায়ক ডাঃ মোঃ ইয়াসিন আলী বলেন, আমরা দীর্ঘ ৫০ বছর ধরেই সুনামের সাথে গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা প্রদান করে আসছি। কিন্তু আজকে অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে এই স্বাস্থ্যখাতের নির্যাতিত ডিএমএফ জাতি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বর্তমানে আমাদের চলমান যৌক্তিক ৪ দফা আন্দোলন নিয়ে কতিপয় স্বৈরশাসকের দালাল গ্রেজুয়েট চিকিৎসকের উসকানিতে বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসকদের সংগঠন আমাদের নিয়ে ইলেক্ট্রনিক মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতিতে মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য প্রচার প্রচারণা করছে। এতে ডিএমএফ ডিগ্রিধারী উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের অর্জিত সুনাম নষ্ট হচ্ছে এবং জনমনে দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। এ সকল অপপ্রচার দেশের প্রচলিত ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ধারা ২৫ উপধারা (ক) (খ) এবং একই আইনের ধারা -২৯ উপধারা (১) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ এবং চবহধষ পড়ফব (অপঃ ঢখঠ ড়ভ ১৮৬০ এর সেকশন ৪৯৯, ৫০০ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এছাড়া, ডিএমএফ ডিগ্রিধারী ডিপ্লোমা চিকিৎসকের অধিকার আদায়ের লক্ষ্যে হাইকোর্টের মামলা চলমান রয়েছে। কোর্টের চলমান মামলার রায়কে প্রভাবিত করার লক্ষ্যে মেডিকেল শিক্ষার্থীদের কর্মবিরতি, কর্মসূচি, সভা সমাবেশ একদিকে দেশের বিচার বিভাগের স্বাধীনতা বিরোধী এবং আদালত অবমাননার সমান অন্যদিকে দেশের সাধারণ মানুষের কষ্টের কারণ হয়ে দাড়িয়েছে। আমরা এ সকল কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সকল বৈষম্যগুলো মধ্যে চারটি দাবি তুলে ধরছি। আমাদের দাবি সমূহ হল ১) অনতিবিলম্বে শূন্য পদে নিয়োগ এবং কমিউনিটি ক্লিনিকসহ সরকারি বেসরকারি হাসপাতালে নতুন পদ সৃজন করা। ২) প্রতিষ্ঠান ও কোর্সের নাম পরিবর্তন করে অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করে ইন্টার্নশিপে লগবুক প্রণয়ন করতে হবে। ৩) বিএমএন্ডডিস স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার অধিকার প্রদান করতে হবে। ৪) প্রস্তাবিত এলাইড হেলথ প্রফেশনাল বোর্ড খসড়া আইনের নাম পরিবর্তন করে “মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ” নামকরণ সহ প্রস্তাবিত ধারায় সংশোধনীসহ বাস্তবায়ন করতে হবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জুলাই বিপ্লব সংগঠিত হলেও ম্যাটস শিক্ষার্থীর দীর্ঘদিনের বৈষম্য এর অবসান হয়নি, এই বৈষম্য অবসানের লক্ষ্যে আমরা দীর্ঘকাল থেকে আন্দোলন সংগ্রাম করে আসছি। সর্বশেষ গত ২২/০১/২০২৫ ইং তারিখে স্বাস্থ্য মন্ত্রণালয় ৭ কার্যদিবস এবং ০৯/০২/২৫ ইং তারিখে ৩ কার্যদিবসের মধ্যে দাবি আদায়ের লিখিত প্রতিশ্রুতি দিলেও দৃশ্যমান কিছুই বাস্তবায়ন হয়নি । যেহেতু মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তরগুলো এ ব্যাপারে আন্তরিকতার সাথে কোনো ব্যবস্থা নেয়নি সেহেতু আমরা কঠোর কর্মসূচির দিকে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হবো। এর ফলে কোন অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হলে সকল কর্মসূচির দায়ভার স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা, রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে বলেও তারা জানান। এসময় বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্রাকটিশনার রাজশাহী জেলা আহ্বায়ক ডাঃ মোঃ আল আমিন হোসেনসহ ম্যাটস্’র শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর