মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
মহম্মদপুর থানায় নতুন ওসির যোগদান বাঘা থানার নতুন ওসি সেরাজুল হককে ইউএনও শাম্মী আক্তারের ফুলেল শুভেচ্ছা বাঘায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বৃহৎ দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ উদ্বোধন বেশি দামে সার বিক্রি ও ভাউচার অনিয়ম: মহম্মদপুরে দুই ব্যবসায়ীকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা রাজশাহী সারদায় ডিআইজি এহসানুল্লাহকে পালাতে সহায়তা-কে এই অতিরিক্ত ডিআইজি তবারক উল্লাহ? ডুমুরিয়ায় মাদক ও ডিজিটাল আসক্তিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত রাজশাহীতে হেরোইন আত্মসাতে বাহককে হত্যা :মামলায় পুলিশকে বাঁচাতে বিলম্বিত চার্জশিট মোহনপুরে নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন ফাহিমা বিনতে আখতার দুর্গাপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত জাম কালো অনুষ্ঠানের মধ্য দিয়ে খুলনা সিটি ইন হোটেলে চ্যানেল এস সেভেন-এর আত্মপ্রকাশ মোহনপুর থানার নতুন ওসি,এস এম মঈনুদ্দীন, রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানকে স্মরণ মোহনপুর গ্রামের নারীরা বেগম খালেদা জিয়ার সুস্থতা জন্য দোয়া চাইলেন মোহনপুরে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত মহম্মদপুরের বিনোদপুর রাধাগোবিন্দ মন্দিরে গ্রিল কেটে চুরি দৈনিক মাগুরার কথা নিউজ পোর্টালের সম্পাদক আশিষ সাহার আজ জন্মদিন আজ ৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস নেত্রীর জন্য অশ্রু, কর্মীদের কান্না: বাঘায় ‘তারুণ্যের সমাবেশ’ রূপ নিলো আবেগঘন প্রার্থনায় আম জনতার তারেক এবং মশিউজ্জামানের বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগ
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

রাজপাড়ায় প্রশাসনকে উপেক্ষা করে অবৈধ বহুতল ভবন, প্রতিবাদ দমাতে রাতের আঁধারে হামলা

নিজস্ব প্রতিবেদক / ২৩১ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৭:২৯ অপরাহ্ণ

রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন লক্ষীপুর ভাটা পাড়া (ফাটা স্কুল সংলগ্ন এলাকায়) অনুমোদন ও প্ল্যান ছাড়াই বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে মেসবাউল হক মেসবা ও তার বোনজামাই মিরাজ খানের বিরুদ্ধে। আরডিএর নির্দেশ ও এলাকাবাসীর বাধা উপেক্ষা করে নির্মাণকাজ চালানোর পাশাপাশি প্রতিবাদকারীদের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

প্রতিবেশী ইমাম হোসেন, রফিকুল ইসলাম, মাইনুল ইসলাম, সারমাদ হোসেন এবং আজিজুল ইসলাম জানান, মেসবাউল হক মেসবা জমির পাশের রাস্তা ও প্রতিবেশীর জন্য নির্ধারিত ফাঁকা জায়গা না রেখেই বহুতল ভবন নির্মাণ শুরু করেন। এ নিয়ে প্রতিবেশীরা আপত্তি জানালে দুই পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় শালিসি বৈঠকে সিদ্ধান্ত হয়, ভবন সম্পূর্ণ হলে সীমানার দেওয়াল ভেঙে দেওয়া হবে। তবে মেসবাউল হক মেসবা পরে সেই প্রতিশ্রুতি মানেননি, বরং দ্বিতীয় তলা থেকে আরও সম্প্রসারণ করেন।

২০২৪ সালের ২৮ আগস্ট প্রতিবেশী তিন পরিবার মিলে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) কাছে লিখিত অভিযোগ করেন যে অনুমোদন ও প্ল্যান পাস ছাড়াই বহুতল ভবন নির্মাণ হচ্ছে। আরডিএ ও এলাকাবাসীর হস্তক্ষেপে কাজ বন্ধ হয়।

কিন্তু মেসবাউল হক মেসবা পুনরায় আরডিএ ম্যানেজ করে জোরপূর্বক কাজ শুরু করলে প্রতিবেশীরা আবারও বাধা দেন। এর জেরে তিনি ২০২৫ সালের ৬ জুলাই প্রতিবেশীদের বিরুদ্ধে রাজপাড়া থানায় চাঁদাবাজি, মারপিট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা করেন।

ভুক্তভোগীরা জানান, ২০২৫ সালের ২৯ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে মেসবাউল হক মেসবার নির্দেশে বহিরাগত ভাড়াটে সন্ত্রাসীরা দেশি অস্ত্র নিয়ে প্রতিবেশীদের বাসায় হামলা চালায়। হামলাকারীরা প্রথমে রাস্তার লাইট ভেঙে ফেলে যাতে কেউ ছবি বা ভিডিও ধারণ করতে না পারে। এরপর বাসার গেট, জানালা, বৈদ্যুতিক মিটার ও সুইচ বোর্ড ভাঙচুর করে।

বাসার ভেতরে থাকা পরিবারের সদস্যদের চিৎকারে এলাকাবাসী ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীরা রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে আগেও তারা থানায় লিখিত অভিযোগ দিয়েছিল যার অগ্রগতি নেই বলে হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন।

এলাকাবাসী ও ভুক্তভোগীরা আরও জানান, মেসবাউল হক মেসবা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) শ্রমিক লীগের সভাপতি ছিলেন। তারা অভিযোগ করেন, চাকরিকালে নানা অনিয়ম-দুর্নীতির মাধ্যমে তিনি বিপুল অর্থের মালিক হন এবং সেই অর্থ ও রাজনৈতিক প্রভাবের জোরে প্রশাসন ও আরডিএকে তোয়াক্কা না করে কাজ চালিয়ে যাচ্ছেন।

একজন ভুক্তভোগী বলেন, “আমরা অভিযোগ দিলেও আমাদের অভিযোগ শুধু থানায় নথিভুক্ত থাকে, আর তার অভিযোগ মামলায় রূপ নেয় তার পক্ষেই।”

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) সূত্রে জানা গেছে, মেসবাউল হক মেসবা শ্রমিক লীগের সভাপতি থাকাকালে পছন্দের ঠিকাদারদের জোরপূর্বক কাজ পাইয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতেন। প্রকল্পে ১৫% কমিশন নিয়ে ঠিকাদারদের কাজ ধরিয়ে দিতেন এবং অন্য ঠিকাদারদের কাছ থেকে নিয়মিত চাঁদা নিতেন। ৫ আগস্টের পর মামলা ও হামলার ভয়ে তিনি বদলি হয়ে পঞ্চগড়ে যোগদান করেছেন বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে মেসবাউল হক মেসবা বলেন, “আমি তো পঞ্চগড়ে আছি, এ বিষয়টি আমার জানা নাই। তবে ৬ তারিখে আমার বাসার উপরেই হামলা হয়েছিল, এই বিষয়ে রাজপাড়া থানায় মামলা দেওয়া আছে।”
বাসার অনুমোদন ও আরডিএর প্ল্যান পাস আছে কিনা জানতে চাইলে তিনি দাবি করেন যে অনুমোদন আছে, কিন্তু কোনো ডকুমেন্ট দেখাতে পারেননি। পরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “আমি মিটিংয়ে আছি” বলে ফোন কেটে দেন।

এ বিষয়ে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মেসবাউল হক মেসবার ভবনের কোনো অনুমোদন নেই। অনুমোদন ছাড়া বহুতল ভবন নির্মাণ করা সম্পূর্ণ অবৈধ।

রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “বিষয়টি তদন্তাধীন আছে। সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!