রাজশাহীর মোহনপুরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর পাঁচটার দিকে মোহনপুর উপজেলার সদরের মডেল টাউন এলাকায়।
এতে সেনাবাহিনীর ৮ সদস্য আহত হয়েছেন। আহতদের তাৎক্ষণিকভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য।
ঘটনার পর স্থানীয়রা ও সেনা সদস্যরা উদ্ধার কাজে সহায়তা করেন।