রাজশাহীতে ভিপি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার ৩০/৮/২০২৫ তারিখ সকাল সাড়ে ১১টার দিকে তারা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।
আন্দোলনকারীরা বলেন, “ভিপি নুরের উপর হামলাকারী সকল জাতীয় পার্টি, ছাত্রলীগ, সেনা ও পুলিশ সদস্যদের চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। ভিপি নুরের উপর হামলা মানে বৈষম্যবিরোধী সকল শিক্ষার্থীর উপর হামলা।”
প্রায় ১০ মিনিট অবরোধ চলার পর সকাল ১১টা ৪০ মিনিটে শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে গিয়ে ক্যাম্পাসে ফিরে আসেন। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।