রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা ঘোড়াচত্তরে বৃহস্পতিবার (৪ডিসেম্বর) সন্ধায় সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে রাজপাড়া থানা সেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইব্রাহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক বারবার নির্যাত তো কারাবন্দি নেতা মোহাম্মদ সাহিদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
রাজপাড়া থানা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব মোঃ জীবন, কাশিয়াডাঙ্গা থানা সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদ্দিন সুজন,মোঃ আকাশ, ২ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোঃ সাব্বির হোসেন, রাজপাড়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাসুদ পারভেজ সহ নগরীর বিভিন্ন ইউনিট থেকে আগত জাতীয়তাবাদী আদর্শের নেতা-কর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাহিদ আলি বলেন, বেগম খালেদা জিয়া এ দেশের অবিসংবাদিত নেত্রী। তার নেতৃত্বে দেশ সুশাসন, শান্তি ও উন্নয়নের পথে এগিয়েছিল। তিনি অন্যায়ের সাথে কখনো আপোষ করেননি। মৃত্যুর সাথে হাসপাতালে দীর্ঘ সময় পাঞ্জা লড়েছেন, তবুও স্বৈরাচারী সরকার শেখ হাসিনার সাথে আপোষ করেননি। তিনি কান্না করতে-করতে আরো বলেন, হে আল্লাহপাক খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নে তাকে এবারের মতো রক্ষা করুন। বেগম জিয়া যেমন ছিলেন স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি অনুগত, তেমনি দেশের মানুষের প্রতিও ছিলেন গভীরভাবে নিবেদিত এক প্রান। রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে তিনি সিনিয়র নেতাদের মতামতকে সব সময় গুরুত্ব দিতেন। তার অসুস্থতার খবরে দেশের মানুষ আজ হাহাকার এবং উদ্বিগ্ন। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আবারও ভূমিকা রাখতে পারেন।