
রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে নির্বাচনী প্রচার ও গণসংযোগ করেছেন মহানগর যুবদলের নেতা-কর্মীরা।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে মহানগরীর বিভিন্ন এলাকায় এই প্রচারণা চালানো হয়।
রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির হাসান নাজিরের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিলটি মহানগরীর ৩ নম্বর ওয়ার্ডের দাশপুকুর মোড় থেকে শুরু হয়ে বহরমপুর মোড়, উত্তরা ক্লিনিক মোড় প্রদক্ষিণ করে নতুন বিলসিমলা মোড় ষ্টেডিয়াম এলাকায় শেষ হয়।
এসময় নেতা-কর্মীরা সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।
৩ নম্বর ওয়ার্ড যুবনেতা সবুজ ও মো. মাসুদ আলী পুলকের সঞ্চালনায় কর্মসূচিতে আরও অংশ নেন মহানগর যুবনেতা হাসিম।
এ ছাড়াও প্রচারণায় উপস্থিত ছিলেন যুবনেতা সাদ্দাম, খাইরুল (১৪ নম্বর ওয়ার্ড), আলাল, খোকন ও সজলসহ স্থানীয় যুবদলের নেতা-কর্মীরা।
এছাড়া অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন রাজপাড়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফারুক মাহমুদ, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির জ্যেষ্ঠ সভাপতি মোহাম্মদ সিদ্দিক হোসেন, উপদেষ্টা শামসুদ্দিন সামু এবং মহানগর বিএনপির সদস্য এ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আক্কাস আলী।
গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের মধ্যে ধানের শীষের পক্ষে ব্যাপক জোয়ার তৈরি হয়েছে। আগামী নির্বাচনে কেন্দ্র পাহারা দিয়ে ভোট নিশ্চিত করার জন্য তারা নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
কর্মসূচিতে বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 








