বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের রাজশাহী জেলা সংসদের নির্বাচন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৩০ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইউনিয়নের সভাপতি মো. জায়নুল আবেদীন ও সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আসন্ন কাউন্সিল অধিবেশন ও নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
ঘোষিত সূচি অনুযায়ী—
৬ অক্টোবর: সদস্যভুক্তি কার্যক্রম শেষ
১১ অক্টোবর: সদস্যপদ যাচাই-বাছাই ও চূড়ান্ত তালিকা প্রকাশ
২০ অক্টোবর: প্রার্থীর মনোনয়নপত্র জমা
২৩ অক্টোবর: মনোনয়নপত্র যাচাই-বাছাই
২৮ অক্টোবর: প্রার্থী তালিকা প্রকাশ
৩০ অক্টোবর: ভোটগ্রহণ
অন্যদিকে কেন্দ্রীয় নির্বাহী সংসদও আলাদা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দীর্ঘদিনের মামলা-সংক্রান্ত জটিলতা নিরসন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।
নেতৃবৃন্দ জানিয়েছেন, সুষ্ঠু ও গণতান্ত্রিক উপায়ে নির্বাচন সম্পন্ন করে ইউনিয়নের কার্যক্রমকে আরও গতিশীল করা হবে।