রাজশাহী রেলওয়ে থানাধীন রাজশাহী রেলওয়ে স্টেশনের ১ম শ্রেনীর যাত্রীদের বিশ্রামাগার হতে ১১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন পেশাদার মাদক ব্যবসায়ী মোসাঃ শারমিন’কে গ্রেফতার করে র্যাব-৫
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার সময় থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস অপারেশন দল কর্তৃক ০৫ মে ২০২৫ খ্রিঃ ২০.০৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিনব কায়দায় মাদক পরিবহনকালে পাকশী রেলওয়ে জেলার রাজশাহী রেলওয়ে থানাধীন রাজশাহী রেলওয়ে স্টেশনের ১ম শ্রেনীর যাত্রীদের বিশ্রামাগার হইতে অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট-১১৪০ পিস, মোবাইল-০১টি, সিম-০২ টি সহ পেশাদার মাদক ব্যবসায়ী আসামী মোসাঃ শারমিন (৩১), পিতা-মোঃ ইসলাম, সাং-বিশ^নাথপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’ কে গ্রেফতার করে। সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায় অবৈধভাবে মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে দেশের বিভিন্ন জায়গায় বহন করে নিয়ে যাচ্ছিলো বলে স্বীকার করে। তার বিরুদ্ধে সিরাজগঞ্জ এর বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার মামলা নং-০১, তারিখ-০৩ মার্চ, ২০১২; ধারা-২৫ই, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন বিচারাধীন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীকে জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে সে জানায় অবৈধভাবে মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে দেশের বিভিন্ন জায়গায় বহন করে নিয়ে যাচ্ছিলো মর্মে স্বীকার করে।
উক্ত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পাকশী রেলওয়ে জেলার রাজশাহী রেলওয়ে থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।