আজ ২১ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ, সোমবার পূর্বাহ্নে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে ট্রাফিক অফিসে এক সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। সভায় রাজশাহী মহানগর এলাকার বিভিন্ন যানবাহনের চালকগণ অংশগ্রহণ করেন।
সচেতনতামলূক সভায় নিরাপদ সড়ক নিশ্চিত করতে মহানগরের পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ট্রাফিক আইন মেনে চলা, যানজট এড়াতে বাম লেন দিয়ে গাড়ি চালানো, নিয়ম মেনে পার্কিং করা, যত্রতত্র যাত্রী উঠানো-নামানো না করা, ট্রাফিক পুলিশের দেওয়া সিগন্যাল মেনে চলা এবং গাড়ি চালানোর সময় প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখাসহ বিভিন্ন বিষয়ে এবং ট্রাফিক আইনে জরিমানার ধরন ও চালকদের করণীয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী চালকেরা ট্রাফিক ব্যবস্থাপনায় তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন এবং ভবিষ্যতে নিয়ম মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), আরএমপি, রাজশাহী ও জনাব আবু হেনা মোস্তফা নোমান, টিআই (প্রশাসন)সহ ট্রাফিক বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সভা শেষে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।