র্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
গত ১১ মার্চ ২০২৫ তারিখ ০১.১৫ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সদর থানাধীন ছাতনী এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার পুঠিয়া থানার মামলা নং-০২, তারিখ-০১/০৩/২০২৫ খ্রিঃ, ধারা-১০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধণি) ২০০৩ এর প্রধান পলাতক আসামী মোঃ শিহাব ওরফে সামিউল আলিম শিহাব (২২), পিতা-মোঃ সাইদুল ইসলাম, সাং-সরিষাবাড়ি বাজার, থানা-পুঠিয়া, জেলা-রাজশাহী কে গ্রেফতার করে।
ঘটনা সূত্রে জানা যায়, আসামী শিহাব (২২) সম্পর্কে ভিকটিমের মামা। আত্মীয়তার সুবাদে আসামী ভিকটিমের বাড়ীতে যাতায়াত করত। গত ইং ২৬/০২/২০২৫ তারিখ দুপুর অনুমান ০২.০০ ঘটিকার সময় ভিকটিমের বাড়িতে কেউ না থাকার সুযোগে আসামী মোঃ শিহাব (২২) ভিকটিমের ঘরে প্রবেশ করে। ভিকটিম তখন যোহরের নামাজ পড়ছিল। এই সুযোগে আসামী মোঃ শিহাব (২২) ভিকটিমকে পিছন থেকে জাপটে ধরে টানা হেঁচড়া করে শ্লীলতাহানি করে। উক্ত ঘটনা এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে রাজশাহীর পুঠিয়াতে উক্ত আসামী শিহাবকে গ্রেফতারে মানববন্ধন তৈরী করা পরবর্তীতে ভিকটিম নিজেই বাদী হয়ে রাজশাহী জেলার পুঠিয়া থানায় শ্লীলতাহানী মামলা দায়ের করেন। পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে। গত ১১/০৩/২০২৫ তারিখ গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি ও সিপিসি-২, র্যাব-৫ এর একটি চৌকস আভিযানিক দল তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে নাটোর জেলার সদর থানাধীন ছাতনী নামক এলাকা হতে উক্ত মামলার এজারনামীয় একমাত্র আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
উক্ত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।